নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে দেয়ার যে কথা বলে মহাজোট সরকার ক্ষমতায় এসছিল, তারা কি বদলে দিছে। আমাদের দেশের ইমেজ? আমাদের দেশে বিনিয়োগ পরিস্থিতি।
এখন আমরা বিনিয়োগের ক্ষেত্রে অরেঞ্জ এলার্টে আছি।
আমরা কী এ জন্য মহাজোটকে ক্ষমতায় এনেছি।তাদের কি এ জন্য ভোট দেয়া হয়েছে যে, সহিংসতার সুযোগ নিয়ে তাদের দলের লোকেরা শহীদ মিনার ভাঙবে, পুলিশ তাদের পাগল বলে ছেড়ে দিবে। বড়ই আফসুস।
দুর্নীতির বিরুদ্ধে খই ফোটানো মহাজোট সরকারের আমলে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি, ডেসটিনি কুকর্ম এবং পদ্মা সেতু আর কালো বিড়ালের সাদা হওয়ার কাহিনী কারো অজানা নয়।
আমরা এ সব থেকে মুক্তি চাই, জীবনের নিরাপত্তা চাই। আমরা চাই না আর কেউ পাগল হোক, চাইনা আর কেউ কুপিয়ে বিশ্বজিতের মত মানুষ খুন করে ফেলুক।
সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক, এ কামনা করি। ভালো থাকুন সবাই, ভালো রাখুন দেশকে। এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।
২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: জনগণের ভোট তারা চায় না।একক নির্বাচন দিলে পাবরিক দিয়া লাভ কি?
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
নায়করাজ বলেছেন: যে কেউই শহীদ মিনার ভাঙ্গুক না কেন, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ঝোলানো হোক। এই একটা ক্ষেত্রে আ্ওয়ামী লীগ-বিম্পি-জামাত দেখার টাইম নাই।