নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গাঞ্জাখোর ময়লানা

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

গঞ্জিকার গন্ধ সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না, ইহা কী জিনিস তাহা সম্পর্কেও আমার জ্ঞানের ঘাটতি ছিল। কিন্তু ঢাকায় আসিবার পর ইহা সম্পর্কে অবগত হই। রাস্তা ঘাটে, বাস স্ট্যান্ডে ইহা সেবনরত অনেককে দেখিয়াছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হইবার পর চারুকলাতে ইহার যথেচ্ছ ব্যবহার লক্ষ্য করেছি।

তবে কিছু আলেম নামদারি যে গাঞ্জা সেবন করেন বা না করেও গঞ্জিকা সেবনকারীদের মত কথা কহেন তাহা দেখিলাম। যেমন আজকে একজন ময়লানা ইসমাইল বললেন, আল্লামা শাফীকে গ্রেপ্তার করতে। এই কুলাঙ্গার যে অধিক গাঞ্জাখোরের মত একটা প্রস্তাব করিয়া জাতীয নিরাপত্তা বিপন্ন করিতে চাহে, তার এই দুরভিসন্ধি সম্পর্কে কাহারো দ্বিমত করিবার উপায় নেই। এর একদিন আগে দেখিলাম আরেক গাঞ্জা সেবক বলিতেছেন ৭১ সালে পাকিদের পক্ষে কাজ করিয়াছিলেন আল্লামা শফি। কিন্তু বায়বীয় এ কথার কোনো প্রমাণ নেই।

তাই বলি এই গঞ্জিকা সেবকদের কাছ থেকে দূরে থাকিবার জণ্য সবার প্রতি অনুরোধ করিতেছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাই এদের কাছ থেকে সাবধান থাকিতে হইবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

এ সামাদ বলেছেন: সুন্দর কথা বলেছেন আপনি।

এসব গাঞ্জাঘোর আলেমদের থেকে ১০০ মাইল দূরে থাকা দরকার।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

আশিকুর রহমান ১ বলেছেন: হনুদের পৃষ্ঠপোষক এই সব মুনাফেকের নামের সাথে মাওলানা ব্যবহার করা আমাদের হক্কানী আলেমদের অপমান করার শামিল।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

মোরতাজা বলেছেন: সহমত

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

তথই বলেছেন: হনুদের পৃষ্ঠপোষক এই সব মুনাফেকের নামের সাথে মাওলানা ব্যবহার করা আমাদের হক্কানী আলেমদের অপমান করার শামিল।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

মোরতাজা বলেছেন: ঠিক বলেছেন

৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

মোমেরমানুষ৭১ বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: হনুদের পৃষ্ঠপোষক এই সব মুনাফেকের নামের সাথে মাওলানা ব্যবহার করা আমাদের হক্কানী আলেমদের অপমান করার শামিল।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.