নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অর্থমন্ত্রীর বয়স হয়েছে, উনার এখন বিশ্রাম দরকার। তা না করে তিনি এখানে, ওখানে যাচ্ছেন, রাষ্ট্রীয় মালের চাপে আছেন। জনাব আবুল মাল তাই আবোল তাবোল বকছেন। নিজেকে অর্থমন্ত্রী না ভেবে রাজা বাদশাহ ভাবছেন। মানুষের জীবন নিয়ে তাই মশকরা করছেন। বলছেন, সাভার ট্রাজেডি তেমন ভয়াবহ নয়। আর কত মানুষ মারা গেলে, তাদের রক্ত রানা প্লাজার ইট সুরকি শুষে নিলে, শরীরের মাংস খসে পড়লে জনাব মালের মনে হবে এটা ভয়াবহ ঘটনা। আমরা তার মানসিক যতনের জন্য পরিবারের প্রতি আহবান জানাই। রাষ্ট্রের প্রতি দাবি জানাই তার সুচিকিৎসা ও বিশ্রামের এন্তেজাম করার জন্য। উনাকে খোলা পরিবেশে, মুক্ত বাতাসে কথা বলতে দেযা রাষ্ট্র, সরকার এবং দল হিসাবে আওয়ামী লীগের জন্য বিপজ্জক।
৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬
মোমের মানুষ বলেছেন: অর্থ মন্ত্রি বাদশাহ না ত কে বাদশাহ, তার কাছেই সবটাকা পয়সা থাকে।