নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র কতটা উন্মাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

রাষ্ট্র কতটা উন্মাদ হতে পারে, সেটা ভাববার দরকার নেই। কেবল সাম্প্রতিক কিছু ঘটনা দেখলেই বোঝা যায়। সংবিধান থেকে না নড়ে নড়ুক কিন্তু মানি লোকের সম্মান নিয়া টানা হেঁচড়া করোনোর কোনো দরকার আছে। বেচারা না হয় ‌ প্রধানমন্ত্রীর কথায় 'রক্ত চুষছেন'।

উনারা তো ইয়াবা নিয়ে এসে পুরো জাতির তারুণ্য চুষে নিচ্ছেন সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এখন বেচারা ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার।

হরিলুট হয়ে গেলো দেশে তার কোনো খবর নেই। প্রবাস আয় থেকে কর নিয়ে হই চই। প্রবাস আয় যে কর মুক্ত সেটা ইআরডি আগেই বলেছে। এনবিআর আগের প্রতিবেদনে এ নিয়ে কিচ্ছু বলেনি। সরকার বড্ড রাগ করেছে। প্রতিবেদন ঠিক করতে বলা হয়েছে। এনবিআরে নয়া চেয়ারম্যান এসেছেন। উনি সরকারের মনোরঞ্জন করলেন। অন্যায় এ মনোরঞ্জন আমাদের জন্য কোনো ভালো উদাহরণ নয়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

টুনা বলেছেন: Jatir pita Bangobandhu Sheikh Mujibur Rahman tar attojibonite lekhechilen je duniate ekmatro Bangali "Porosrikator" Ar ai sobdota prithibir ar kono vasai nei. Tini ki janten tar konna deser sobchea boro "Porosrikator"? X( X( X(

২৬ শে মে, ২০১৪ রাত ১০:৫০

মোরতাজা বলেছেন: :P

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমাদের সম্মানী লোক কে তা যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশ নির্ধারণ করে দেয়। আচুদা সব কথাবার্তা।
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই......এই জাতীয় দাসবৃত্তির মানসিকতা থেকে বেড়িয়ে আসুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.