নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়মের ব্যাত্যয় করে কেউ আমরা থাকতে পারবো না।
তবুও... কিছু মানুষের চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হয়।
মান্না দে তার একজন। আমার খুব প্রিয় ক'টা গান তারই গাওয়া। বিশেষ করে 'তুমি কি সেই আগের মতই আছো নাকি অনেকখানি বদলে গেছো'; ' তুমি নিজের মুখেই বললে সেদিন '; কফি হাউসের সেই লাইন টা- 'সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে/ শুনেছি তো লাখপতি স্বামী তার/ হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে/ গাড়ি বাড়ি সব কিছু দামি তার'।
আমি সম্ভবত ভাগ্যবানদের একজন, যার সাথে মান্না দে-'র দেখা হয়েছিল, সে সময়কার শেরাটন হোটেলে। মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা। প্রিয়ন্তী তাকে বাংলাদেশে এনেছিল সেবার। তার সাথে কথা বলার এবং তার কথা সরাসরি শোনার সুযোগ হয়েছিল।
যেখানেই থাকুন, ভালো থাকুন মান্না দে।
©somewhere in net ltd.