নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচন হবে বাংলাদেশে, দৌড়াচ্ছেন মজিনা। পঙ্কজ বাবুর ঘুম নাই। আহারে কী দিল দরিয়া। আমাদের তারা কত্ত ভালোবাসেন। ম্যাক্সিকান চেহারার মার্কিন মজিনার দিলে এত্ত দয়া কেমনে জন্মাইলো। ইরাকি নারীর শরীরের স্বাদ আর পুরুষের রক্ত চুষে গণতন্ত্র উপহার দেয়া দেশটার দিলে এত্ত দয়া কোত্থেকে আসে। আহা সে কী দয়ার দিল উনাদের।
আর ফালানীর মত কিশোরীরে গুলি কইরা কাঁটাতারে লটকাইয়া রাইখা, আবার বিচার কইরা বিএসএফকে দায় মুক্তি দেয়া পঙ্কজ বাবুর আমাদের নির্বাচন নিয়া কত ভাবনা। আহা আরেকবার যদি মহাজট সরকারকে রাখা যাইতো। সেই জইন্য দিল্লি ঢাকা ফোনাইতে ফোনাইতে ক্লান্ত।
এই দেশের মানুষের তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের লইবার দিতে চাইছেন না তারা। জনগনের ওপর আস্থা রাখতে পারছেন না আমাদের প্রধান দুই দল। তাই সাদা চামড়া আর দ্রাবিড় চোয়ালের দিকে চাইয়া আছেন। মনে মনে গাইছেন বলছেন, আহারে ' তোমার দিল কি দয়া হয় না'।
দুই নেত্রী কাইন্দা কাইটা দুইটা দেশের কাছে কইতাছে ক্ষমতার মসনদে বসায়া দ্যান। তারপর যা চান দিমু। আগেও দিছি। দেখেন নাই। ইউনূসরে লেংটা করছি তো কি হইছে, সাগরে গ্যাস ব্লক দিছি না। জনগনেরে বোকা বানায় আপনাকো ট্রানিজট ফ্রানজিট যা চাইছেন দিছি তো। আর একবার থাকবার বন্দোবস্ত করেন।
আর আমরা জনগন হইলাম - উনাগো খেলার পুতুল। না চাইলেও খেলায় অংশ নিতে হয়। গুলি কইরা মারবো। বোমা ফাটায় মারবো। ইজ্জত লুইটা নিবো। দলান্ধরা ফেসবুক, টুইটার , অনলাইন মিডিয়া , টিভি চ্যানেল ও পত্রিকায় লিখবো উনারা কত মহান। আহারে মহত্তম রাজনীতি। এইবার নিস্তার দে।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই দেশপ্রেমিক জনগনগুলার জন্য যে দেশপ্রেমিক নেতা নাইক্যা!!!
তাইতো এত দুষক!
কই তৃতীয় শক্তিরা?
কই দেশ নিয়া নিত্য বমনকারী সুশীলরা?
সব যার যার সুবিধার তালগাছ ধইরা বইসা আছে।
শুধূ আমজনতারে বুকে নিয়া চিক্কুর দিবার মতো তৃণমূল নেতা কই?
নাইরে নাইরে নাইরে নাইরে নাই