নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তারেক এবং জয়- দুজনকে নিয়েই আমার আশাবাদ

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

তারেক এবং জয়- দুজনকে নিয়েই আমার আশাবাদ বরাবরই ছিল। এখনো আছে। এ নিয়ে আমার মোহ ভঙ্গের কোনো কারণও দেখছি না। আমি ও আমরা যে যেইভাবেই বলি না কেন, বাংরাদেশের আগামী নেতৃত্ব তাদের হাতেই। তাই তাদের যারা বুদ্ধি পরামর্শ দ্যান, তারা যেনো সৎ উদ্দেশে দেন, সেই জইন্য তাদের কাছে মিনতি করি।

আমি একজন অথর্ভ টাইপ মানুষ। রাজনীতির ছাত্র মাত্র। তাই এই দুই জনের কারো গায়েই কাদা লাগাইবার দায়িত্ব লইবার মত জ্ঞানী ও বিশিষ্ট সাংবাদিক হই নাই। হইতেও চাই না। আমার বিশ্লেষণ ক্ষমতা খুবই কম এবং সেটি অত্যন্ত অপরিপক্ক। তাই এমুন রিস্ক লইবার ইচ্ছে হয় না। হইবে বলেও মনে লয় না।

আমাদের নবীন এই দুই নেতাকে আমি একটু ভিণ্নভাবে দেখবার চেষ্টা করছি। কত জন কত কথা বলেন তাদের বিরুদ্ধে। জয়ের মা ক্ষমতায়, তাই তারে নিয়া কথা বলা এখন হারাম। তারেকের মা ক্ষমতার বাইরে তাই তারে নিয়া নানা অসুন্ধান চলে।

মাঝে মইধ্যে এই সব দেখে, শুনে এবং পড়ে মনে প্রশ্ন জাগে যারা বা যিনি বা যে শক্তি আগামী নেতৃত্ব নিয়া এমন কদর্য কাজ কাম করছেন, তাদের দিলে মনে হয় দয়া নেই, দেশটা আজীবন রক্তারক্তির মইধেও থাকুক তারা এইটাই চান।

আমরা এমুন মানুষদের হাত থেকে মুক্তি চাই। আশঙ্কা জ্ঞান বিতরণকারী এই সব লোকদের থেকে ১০০ হাত দূরে থাকুন সবাই। আমিও আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.