নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

চার হাজার টাকায় থ্রিজি স্মার্টফোন!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১





মাত্র চার হাজার টাকায় মিলছে থ্রিজি স্মার্টফোন। তাও আবার ঘরে বসেই কেনা যাচ্ছে। খবরটি চমকিত করলেও অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম এর ওয়েবসাইট ঘুরে নিশ্চিত হওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেটগুলো ব্যবহৃত হলেও কোনো ত্রুটি নেই বললেই চলে।



এ বিষয়ে বিক্রয় ডটকম এর বাংলাদেশ প্রতিনিধি ঈশিতা শারমিন নতুন বার্তাকে জানিয়েছেন, এ বছর থ্রিজি প্রযুক্তি ব্যবহার উপযোগী স্মার্টফোন বিক্রির হার চলতি বছরের জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে ২০ শতাংশ বেড়েছে। কেবল সেপ্টেম্বরেই বিক্রয় ডটকমে সারা দেশ থেকে ৬৫ হাজার স্মার্টফোনের বিজ্ঞাপন দিয়েছেন বিক্রেতারা। অনলাইন মার্কেট প্লেস থেকে এখন যে কেউ মাত্র চার হাজার টাকায়ও একটি স্মার্টফোন কিনতে পারেন।



স্মার্টফোন ব্র্যান্ড গড় দাম মোট বিজ্ঞাপন সংখ্যা

সিম্ফনি ৫,৬০৬ ৮,০৬৯

নকিয়া ৭,১৪০ ১৩,৯৭৫

আসল সামস্যাং ১৮,৫৩৪ ৮,৮৭৯

আইফোন ২৬,৮০৯ ২,১৬৩

সূত্র: বিক্রয় ডটকম



সর্বশেষ হিসাব অনুযায়ী, সাইটটিতে মোট ১৩ হাজার ৯৭৫টি নকিয়া স্মার্টফোনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। দুই হাজার বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, মোবাইল ফোনগুলোর গড় মূল্য সাত হাজার ১৪০ টাকা এবং সবচেয়ে ভালোমানের আই ফোনগুলোর গড় মূল্য ২৬ হাজার ৮০০ টাকা। এছাড়া অনেক সিম্ফনি ও সামস্যাং মোবাইল ফোনেরও বিজ্ঞাপন রয়েছে।



এ বিষয়ে উইনটেলের স্বত্বাধিকারী, মোবাইল ফোন সেটের খুচরা বিক্রেতা এবং নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী সাজিদ কামাল বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় আইফোন ফোর-এর দাম ৪২ হাজার টাকা। কিন্তু বিক্রয় ডটকম থেকে মাত্র ২০ হাজার টাকায় একটি জেনুইন আইফোন ৪ কিনতে পারেন।



প্রসঙ্গত, বাংলাদেশে অনলাইনে পুরানো স্মার্টফোন বিক্রির হার প্রতিনিয়তই বাড়ছে এবং তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা (থ্রিজি) চালুর পর থেকে এ বিক্রির হার রেকর্ড ছুঁয়েছে। এখন ঢাকা ও চট্টগ্রামে বহু ক্রেতা অনলাইন মার্কেট প্লেসে থ্রিজি প্রযুক্তি ব্যবহার উপযোগী মোবাইল ফোন সেটের খোঁজ করছেন তরুণেরা।



দেশের শীর্ষ অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকমের তথ্য অনুযায়ী, থ্রিজি প্রযুক্তি ব্যবহার উপযোগী সবচেয়ে বেশি স্মার্টফোনের বিজ্ঞাপন আপলোড হচ্ছে।



সূত্র: নতুনবার্তা ডটকম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.