নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ক্যাটরিনার পিঠ, ঐশ্বরিয়ার বুক আর দিশাইয়ের পা-আহা য়ৌবন!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ক্যাটরিনার পিঠ, ঐশ্বরিয়ার বুক আর দিশাইয়ের পা- তিনটার মধ্যে মিল কী বলতে পারেন! তিনটাই আকর্ষণীয়, আবেদনময়ী এবং প্রত্যাশিত!



সরকারি বার্তা সংস্থা বাসসের সাপ্লাই করা নিশা দেশাইয়ের পায়ের ছবিটা দেখছিলাম। আর ক্যাটরিনার পিঠটা বিবিসি বাংলার কোনো একটা প্রতিবেদেনের সাথে, ঐশ্বরিয়ার বুকটা দেখা হয়েছিল সিনেমায়। তিনটাই আকর্ষণীয়। অন্তত আমার কাছে।



একটা জায়গায় খুব মিল এরা তিনজনই ভারতীয়। ক্যাট মিক্সড। দেশাইও। কিন্তু ঐশ্বরিয়ার সম্ভবত খাঁটি ইনডিয়ান। তাদের রূপ-ক্ষমতা সম্পর্কে জানতে বাকি নেই। ক্যাটরিনার বুক পিঠ কিম্বা ঠোঁটের হাসির জন্য তরুণরা পাগল। সিডি বেচা হয়, ইউটিউবে রাত জেগে তার ছবি দেখে তরুণরা। তরুণী-বধূদের হাত - চোখ সরে না হিন্দি চ্যানেল থেকে। ঐশ্বরিয়ার দেহ-য়ৌবনও , রূপ মাধুর্য নাড়া দেয়।



দেশাইয়ের পা? উদোম পায়ের অনেক শক্তি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আধক খোলা পা বাঁকিয়ে রাখছিলেন। মুখে হাসি। সে হাসি বলে দিচ্ছিল- তোমরা খালি ঝগড়া করো, সেই সব সামলাতে আমাদের আসতে হয়। আমাদের কী আর খেয়ে কাজ নেই। তবুও আসি- বড় কত্তা হিসাবে একটা কর্তব্য আছে না!



দেখো তোমারা কে কত খারাপ সেইটার বয়ান দিচ্ছ। ইংরেজি পত্রিকায় হরতালে পোড়া মানুষের ছবি- যেনো তোমরা কত মহান। এবারই মানূষ পুড়লো। ভুলেই গেছো আমি ইনডিয়ান। ভুলেই যাচ্ছো উপনেবিশবাদে আমার পূর্ব পুরুষেরা ইংরেজদের হয়ে কাজ করেছে।



হুমম..তিনি এলেন বলে আমাদের রাজনীতিকরা সুর সুর করে (সুরাপানের আমন্ত্রণে) হাজির হলেন মজিনা ভাইয়ের বাসায়। বললেন, মনের গোপন কথা। বাঘে মোষে যে এক ঘাটে জল খায়,সেটাও দেখা গেলো। যাবার বেলায় যা বলার বলে গেলেন, নইলে উদোম পায়ে শক্তি যে প্রয়োগ হবে সেটাও সবার জানা। অন্তত আওয়ামী লীগের একজন উপদেষ্টা যিনি মজিনাকে বলেছিলেন বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনিও দেশাইয়ের পায়ের শক্তির কাছে হার মেনেছেন। তা দেখে নিশ্চয় কারো উদোম পায়ের শক্তি সম্পর্কে সন্দেহ থাকার কথা নয়। আহারে বেচারা। আহারে রাজনীতি। আহা য়ৌবন। ক্ষয়ে যাওয়া নিত্যকার যৌবন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

উড়োজাহাজ বলেছেন: হুম! তিনি এলেন বলে!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মোরতাজা বলেছেন: হুমমম

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

নূর আদনান বলেছেন: তার আগমনে তো দেখি সবরই মনে দোলা লেগেচে........

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

মোরতাজা বলেছেন: লোল

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: দেশাইয়ের যৌবন দেখে একটু শ্বাস নেয়া যাচ্ছে।
নইলে যা বলছে তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
ভয়ে।
অপমানে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

মোরতাজা বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.