নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতা হইলো 'নর মাংস'! যাহার স্বাদ একবার পাইলে, বার বার পাইতে মুন চায়। যে কোনো প্রকারেই হোক তাহা পাইবার লাগি তাহাদের মুন কাঁদে। খেদমতগার মানুষ তো তাই খেদমত জারি রাখিতে চাহেন।
আর আমরা গোলামি-চামচামি করিয়া মজা লইবার চেষ্টা করি। পুড়িয়া মরি, গুলি খাইয়া রাস্তায় পড়িয়া থাকি। তাহার পর তাহারা আমাদের আত্মদান (!), ত্যাগ (!!) তিতীক্ষা (!!!) ভুলিয়া একে অন্যের সাথে মোলাকাত করিয়া সুখে শান্তিতে থাকিবার মনোস্তাপ করিয়া দিনাতিবাহিত করিয়া থাকেন।
ফিলিং মফিজ। ফ্রম নোয়াখালী।
©somewhere in net ltd.