নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এখন পলিটিক্যাল সার্কাস চলছে। শক্তি থাকলেই যে দেখানো উচিৎ না, সে কথা ছোট বেলায় শুনেছি। কিন্তু বর্তমান যামানায় মনে হচ্ছে- এটা ভুল। শক্তি থাকলে দেখাতে হয়।
যেমন 'মহাচোট' সরকার দেখাচ্ছেন। কে মন্ত্রী আর কে মন্ত্রী না বুঝতে পারছি না, আমার অবশ্য বোঝার ক্ষমতা কম। সরকারের কর্মকাণ্ড দেখে এক রকম 'চোদনা' হয়ে গেছি।
পদত্যাগ নিয়ে একটা দারুণ নাটক হলো- সেই রকম। মলিয়েরের অনুবাদ নাটক বেইলি রোডে দেখছিলাম, সেটাও হার মানলো। তার পর সংবিধান- বলে একটা জপমালা তো আছেই। যারা এটি জপছেন তারা এক সময় বলতেন, সংবিধান তো জনগণের জন্য এটা বদলানো কোনো ব্যাপরাই না। এই সেই একই লোক আবার বলছেন- সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না। ক্ষমতার জন্য এই কিতাবখানা কখনো বাইবেল আবার কখনো ...।
এখানেই আপত্তি।
এর মধ্যে ফখরুল দাদা আশরাফ দাদার সাথে মোলাকাত করেছেন বলে খবর। তাতে কোনো ফল হয়নি বলে হান্নান চাচা আজকে সকালে জানিয়েছিলেন, বিকালে আবার একটা 'ফ্রেশ' বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ খবর সঠিক না।
ওই দিকে তারেক ভাইয়ের সাথে ভাগিনা জয় দেখা করছেন বলে খবরে প্রকাশ। অবশ্য ওই খবরে মিথ্যা বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি খোকন ভাই জানিয়েছেন।
বিএনপির পক্ষে এখনো সেরকম নাকচ বা গ্রহণের তথ্য মেলেনি।
তবে আলাপ আলোচনায় আমি সন্তুষ্ট। রাজনীতিতে আলাপের পথ জারি থাকা ভালো এবং উচিৎ।
আমরা সবাই এক দেশের মানুষ- একসাথে নিজের দেশ নিয়া ভাবমু (যদিও যার যার আখের গোছানোর ধান্ধা)- এটাই তো চাই। তবুও আলোচনা হোক।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
মোরতাজা বলেছেন: হা হা হা---
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে মজারু সার্কাসের কমেডয়ানের লাফ-ঝাপ~~~~
ভাগ্যিস কেউ তার মনের আব্দা এখোন পুরা করতে চায় নি!!!
নইলে বুঝী শুধূ থুতুতেই ভেসে যেত
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
মোরতাজা বলেছেন: হে হে হে
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
আহম্মেদ রানা বলেছেন: আপনার লেখা পড়ে বেড়ানোর কোনো উন্মাদনা পাচ্ছি না, বরং কষ্ট পেলাম এই সার্কাসের মধ্যে বেড়াতে যাবো কেমনে....!!!!