নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

'রং হেডেড' ও খেদমতগার সিইসি

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

'মহান খেদমতগার' সিইসি রকিব আজকে সন্ধ্যায় নাকি 'মাগনা' ভাষন দিবো। 'মহাচোট' সরকারের এজেন্ডা ও সংবিধান জপমালার বাস্তবায়নে নিবেদিত প্রাণ এই 'মহতি'র ভাষন জাতি শুনবেন!



এক্ষনে মনে পড়ছে বিগত জোট সরকারের সময় সিইসি আজিজের কথা। সম্বাদিকরা অনেক হম্বি তম্বি করেও যার কোনো দোষ বাইর করতে পারে নাই, খালি দলকানা সম্বাদিকদের (সম্পাদক) কয়েকজন আদালতে দাঁড় করায়ারা রাখছিল, সেই জিদ্দে তার বিরুদ্ধে লাগছিল।



আর আপারে ‌'রং হেডেড' কইছিলো বিচারপতি আজিজ । এই দুই 'অপরাধ' কবুল করে মিডিয়ার অব্যাহত চাপ এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তিনি বিদায় নিযেছেন বা 'সুশীল' বিএনপি তাদের বিদায় দিছে।



সে সময় দুই রাষ্ট্র বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম, এই নিয়া একখান রিপোর্টও করেছিলাম, তাদের একজন অধ্যাপক মোস্তফা চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী। আপার ৯৬ এর ক্ষমতার সময় পিএসসি'র চেয়ারম্যান ছিলেন। তিনি আমাকে বলেছিলেন,'সিইসি আজিজকে সরে যেতেই হবে।' সরে গেছেন তিনি। কিন্তু এই সরকার সব রেখেই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন।



দেখার বিষয় আজিজ বিরোধি মিডিয়া আর বিএনপি-জমাতের জোটের কোমেরর জোর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.