নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কৌশল'? হতে পারে। অস্বীকার করছি না। তাহলে তোমরা কুশীলবরা মরো না ক্যান। ক্যান বার আম পাব্লিক মরে-পুড়ে যায়। ভেঙ্গে যায় স্বপ্ন। তছনছ হয়ে যায় সাজানো জীবন।
বাসে আগুন দিয়ে কারা মারছে মানুষ ? কারা ওরা। ফখরুল-খালেদা নাকি হাসিনা-আশরাফুল। নিজামী-মুজাহিদ নাকি অন্য কেউ। জানি না। জানতে চাইও না। চাই প্রাণরক্ষা। চাই মানুষের অধিকার। নিরাপত্তা এবং ইনসাফ।
আগুন দিয়ে মানূষ যারা মারছে এবং মেরেছে তাদের ধরো- নরাধমদের শাস্তি দাও। প্রিয় বাংলাদেশ- তোমাকে নিয়ে অনেক 'রাজনীতি' হয়েছে। এবার ক্ষান্ত দাও কুশীলবরা। বলো- 'সবার উপরে মানুষ সত্য। ' যার জন্য এ দুনিয়ার সৃষ্টি।
কোনো দল, মত, গোষ্ঠী বুঝিনা- এই প্রাণহানি, অসহ্য যন্ত্রণা এবং সহিংসতার বিপক্ষে দাঁড়াও বাংলাদেশ।
কিন্তু যারা ঘাড়ের ওপর বন্দুক নেয়, নিয়ম ছাড়াই ফায়ার ওপেন করে, যারা নেপথ্যে কুশীলব তারা কি জানে না, এমন আগুন কারা দেয়। নিশ্চয় জানে। কিচ্ছু বুঝিনা।নর পশুদের বিচার চাই। ২০০৪ থেকে ২০১৩ কারা এমন আগুনে মানুষ পুড়িয়েছে- দয়া করে তাদের ধরো- দোষ দেয়া দেয়ি বন্ধ করো। শাস্তি দাও।
©somewhere in net ltd.