নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কী শিখবো, আমরাই তো শিখাই- জাতি হিসাবে এ রকম একটা দেমাগ আমাগো আছে। আসলে যে আমরা চোদনা এইটা আমরা বুঝিনা। নেলসন ম্যান্ডেলার কতা ধরেন- লোকটা অসাধারণ বলেই সবাই শোনান। আমাগো সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক দিয়েছেন। কিন্তু তার আদর্শ কি আমরা অনুসরণ করছি? কেবল শোক-পিরীত আর লুট এই সব আমরা করতে পারি।
আসল কাজটাই কেবল বাকি থেকে যায়।
ম্যান্ডেলা ১৯৬০ সালে শার্পভিলে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে ৬৯ জন নিহত হলে, তীব্র হয়ে ওঠা বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় এক বক্তৃতায় বলেছিলেন, 'সরকার যখন নিরস্ত্র এবং প্রতিরোধবিহীন মানুষের ওপর পাশবিক আক্রমণ চালাচ্ছে, তখন সরকারের সঙ্গে শান্তি এবং আলোচনার কথা বলা নিস্ফল।'
কিন্তু জুলুমবাজ সরকারের আদালত ব্যবহার করে দেয়া, শাস্তি ভোগ করে রুবেন আইল্যান্ড থেকে ২৭ বছর ৮ মাস পর মুক্তি পেয়ে, তিনি তার সেই শেতাঙ্গ নেতাদের প্রতি হাত বাড়িয়ে দেন, যারা তার জীবন থেকে ২৭ বছর কেড়ে নিয়েছে। কী অসাধারণ ওদার্য, কী অসাধারণ ।
সে সময় বলেছিলেন- এমন এক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখেন তিনি, যেখানে সব জাতি, সব বর্ণের মানুষ সমান সুযোগ নিয়ে এক সাথে থাকতে পারবে। এটা এমন এক আদর্শ, যেটির আশায় আমি বেঁচে থাকতে চাই। কিন্তু যদি দরকার হয়, এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত।
এমন একজন নেতার জন্য অপেক্ষায় বাংলাদেশ।
কুইক তথ্য সহায়তায়- বিবিসি বাংলার নিউজ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
মোরতাজা বলেছেন: বাস্তবতা অস্বকিার করার কোনো উপায় নাই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
এম এ কাশেম বলেছেন: আর আমাগো চোদনা নেতারা নাকি ৪২ বছর পর বিচার করতে গিয়ে
পুরো বিচার ব্যবস্থাটাকে বিশ্বের কাছে প্রশ্নের সম্মুখীন করে ছেড়েছে।
ক্ষমতায় থাকার কি নির্লজ্জ প্রচেষ্টা......................
গোলাম আজমের পায়ে ধরে সালাম
এরশাদের বন্ধুক চোষাচুষি
........................কোনটা বাদ রেখেছে কি?
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
মোরতাজা বলেছেন: ভাই, বন্দুকে কি আছে ? লোল../.
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: সরকার যখন নিরস্ত্র এবং প্রতিরোধবিহীন মানুষের ওপর পাশবিক আক্রমণ চালাচ্ছে, তখন সরকারের সঙ্গে শান্তি এবং আলোচনার কথা বলা নিস্ফল।'
মহান নেতার বানী