নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আগাম অভিনন্দন, নতুন সরকারকে

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০



'জনপ্রিয় ও জননন্দিত মহাজোট সরকারের সংসদের শেষ দিন হবে আজ। বিকাল ৪ টা ৩১ মিনিটে বিনা প্রতিদ্বন্ধিতায় নতুন এমপি হবেন অনেকেই। এ সংখ্যা দেড়শ'র কিছু বেশি। এর পরই পুরনো সংসদ সম্ভবত কার্যককরিতা হারাবে। '



'আবার ক্ষমতায় আসবেন তারা। নতুন সরকার গঠিত হবে। সেই সরকারকে আগাম অভিনন্দন।'





'সংবিধানের ঘোড়ায় চড়ে জনমতকে পায়ে দলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। জয় হোক আপনাদের রক্ত পিপাসার। জয় হোক দলান্ধ-দলকানা এবং লেজুড় বৃত্তির লোভি-প্রতারক মানুষের।'







দ্রষ্টব্য: শান্তি , শান্তি এবং শান্তি। এইবার যদি দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠা কইরা যদি নোবেল পুরস্কারটা পাওন যায়। তাইলে হালা ইউনূইসসারে ঠেঙ্গায়া আম্রিকা পাঠামু। নইলে খবর আছে কিন্তু।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: s** গুষ্টির বাল নতুন সরকারকে আগাম অভিনন্দন। জয় বাংলা। দালাল সামলা।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

ভিটামিন সি বলেছেন: বিশ্বাস করি 1971-এ বলেছেন: s** গুষ্টির বাল নতুন সরকারকে আগাম অভিনন্দন। জয় বাংলা। দালাল ঠেলা সামলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.