নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...
কথা কিন্তু সইত্য। কাজটা আম্লীগ করতে পারতো। তা না কইরা কাগুরে সিএমএইচে চিকিৎসা দিতেছে। বিনা রেসে নির্বাচনে জিতে গেছে দেড়শতাধিক। শুক্কুরবারে ফেসবুক বার্তায় আগাম সেই খবর দিছিলাম। নিজেরে ক্যামুন জ্যোতিষ জ্যোতিষ মনে লইতাছে- আশঙ্কা সইত্য হইয়া গেলো।
দেশজুড়ে চলতাছে নারকীয় তাণ্ডব। এই তাণ্ডবে লগি নিয়া হাজির হইবে আম্লীগ। হানিফ ভাই এটাই আজই নিশ্চিত করছেন। বিজয় দিবসের পরের দিন থেকে তার দল থাকবে মাঠে!
লগি কথাটা আমি কইলাম। উনি কন নাই। আম্লীগ ঐতিহ্যপ্রিয় দল তো তাই কইলাম । লগি বৈঠা এবং রক্ত, একটার বদলে দশটা লাশ ইত্যাকার বিষয়ে উনাদের চরম জ্ঞান-গরিমা।
জমাতের কথা বাদই দিলাম, তারা এখন আইনের কাছে দলই না। তাই দল হিসাবে তাদের নিয়া আলোচনা বৃথা। তয় একথাও সইত্য তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলায় যে নমুনা দেখাইতাছেন তা পেশিবহুল!
বিম্পি এখনো দল। তাদের হিসাবে না ধইরা ঢাকার শহরের চেহারা দেইখা কথা কইতেছেন সবাই। ঢাকার বাইরের অবস্থা কেমুন বেগতিক- তা কেবল সেখানকার মানুষ জানেন।লক্ষীপুরে বিম্পি নেতাদের ওপর হামলায় মুখোশধারীরা গুলি চালিয়েছে বলে যে খবর এসেছে সরকার কিন্তু সেইটা নাকচ করে নাই। নতুন এই দুধের মাছি কারা?
নিরাপত্তারক্ষীরা যেই হারে রাস্তায় গুলি মারতাছে তাতে মনে লয়- দেশে চরম অশান্তি দূর করিয়া তিনি শান্তিতে একখান নোবেল পাইতে চান। ভালো কথা। দেশের মুখ বিদেশে উজ্জ্বল করাই সরকারের কাজ। সেই কাজে সামনে আরো অগ্রগতি হবে।
যত যা-ই হোক তার একটা চাওয়া আমাগো পূরণ করণ দরকার। আসেন সব্বাই মিইল্যা সেই কাজটা করি।
দ্রষ্টব্য: যার যা মনে লয় করেন, আমাগো শান্তি দ্যান। দু:শ্চিন্তামুক্ত জীবন। আগামীর শিশুদের বেড়ে উঠতে দেন সুন্দর পরিবেশে। এইটাই চাওয়া।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
নানাভাই বলেছেন: শেখ হাসিনার নুবেল পুরস্কার, এইখানে পড়েন