নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচারা আম্রিকানদের দোষ দিয়া কি লাভ! ইনডিয়ান সিনামা দেইখা তো সবারই চেখে দেখার লোভ হয়, হয়না বলেন। কেউ মনের লোভ মনে লুকাইয়া রাখেন। কেউ আবার পারেন না! মানে সুযোগের অভাবে সৎ!
দেবযানীকে 'উলঙ্গ' করেছে বাংলা নিউজের খবরে দেখলাম। জন কেরি মাফ চাইছেন শিব শঙ্করের কাছে। সেটাও পড়লাম এনডিটিভির অনলাইনে। আম্রিকা অবশ্যই একজন নারী কূটনীতিককে অপমান করেছে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য দুঃখ প্রকাশ ঠিক আছে।
কিন্তু আমগো ফালানী তো কূটনীতিক না। তাই ইনডিয়া যে আমাগো পুরো জাতিকে অপমান করছে, ফালানীর গুলি কইরা মাইরা বিএসএফকে দায় মুক্তি দিছে। তার লাইগা আমরা উল্টো ক্ষমা চাইতে হইবো বলে মনে লয়। সময় আসন্ন।
হিন্দি সিনেমার মাধ্যমে 'সেক্স' আফিম রপ্তানী করে ইনডিয়া তাদের নারীর উদ্দীপক জোয়ানিকে লোভাতুর করেছে আম্রিকাসহ অন্য সব দেশের সিনেমা দর্শকদের কাছে।
কারে ক্যামনে দোষ দেই। খোদ ইনডিয়াতেই বিতর্ক ভারসাম্যহীন - বাণিজ্যিক সিনামার কারণে 'ধর্ষণ' বাড়ছে। বাসে ট্রামে রেলে যেখানে সেখানে এই দুষ্কর্ম।
মল্লিকা, বিপাশা থেকে হাল আমলের সানি লিওন নিয়ে উত্তেজনা তো আছেই।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
সোহানী বলেছেন: সহমত.............
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
মোরতাজা বলেছেন: হুমম!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আদম_ বলেছেন: সহমত.............
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
মোরতাজা বলেছেন: হুমম।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মামুনূর রহমান বলেছেন: পরিস্হিতি এমন দাড়িয়েছে যে, এখন অনেকই সানি লিওন হইতে চায়।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মোরতাজা বলেছেন: দু:খজনক হইলে সইত্য।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
মদন বলেছেন: একই বিষয় নিয়া পোষ্ট দেয়াতে সামু আমার পোষ্টটা খেয়ে ফেলেছিলো। আপনারটাতেও কামড়াতে পারে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
মোরতাজা বলেছেন: দেখি।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
আহলান বলেছেন: এমন একটা পোষ্ট লিখার জন্যই ব্লগে ঢুকছিলাম। আপনে আগেই কাজ সাইরা ফেলছেন। দেবযানী আর ফালানী, নাম দুটোর মধ্যে বেশ মিল আছে। একজনের জন্য সম্মান দেয়া আর আরেকজনের জন্য াপমান করার প্রচেষ্টা .....
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
মোরতাজা বলেছেন: ভাইরে গরিবের... থাকতে নাই।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
রেন বলেছেন: Click This Link
Click This Link
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪
মোরতাজা বলেছেন: এইডা কি?
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
আখিলিস বলেছেন: কিভাবে আমরা প্রতিবাদ করব বলেন কারন আমরা এখনও একে অন্যকে হয় 'পাকিস্তানের দালাল' কিংবা 'ইন্ডিয়ার দালাল' - কিন্তু 'বাংলাদেশের দালাল' বলে কেউ নাই । আমরা নিজেরাই নিজেদের পরিচয় ছোট করেছি - নিজেদের অপমান করছি প্রতিনিয়ত; তাহলে অন্যরা আমাদের কী সম্মান দিবে । আমরা সবার কাছে অপমানিত হবো এটাই স্বাভাবিক, কারণ আমরাই সবাইকে সেই সুযোগ করে দিয়েছি ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
মোরতাজা বলেছেন: আমাদের এখন বাংলাদেশের দালাল হওনের সময়। আসুন আমরা নিজেরা হই, এ সংখ্যা তাহলে বাড়তে বাড়লে গুণ্ডা দালালরা হারায় যাইবো।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
রাকিবুল হাসান ২০১০ বলেছেন: ভারত যে ভাবে আম্রিকিরে ঊষ্ঠা মারলো, আমরা যদি সে ভা্বেই ভারতকে উষ্ঠা মারতে পারতাম তাহলে ভারত কোনদিনই আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না । যে রকমটি হয় পাকিস্তানের বেলায় । ভারত সবসময় পাকিস্তানকে সমীহ করে চলে । ভয় হয় কোনদিন যেন ভারত আমাদের গিলে ফেলে ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
মোরতাজা বলেছেন: হুমমম!
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭
একজন ঘূণপোকা বলেছেন: ভাল লিখেচেন
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
মোরতাজা বলেছেন: ভালো লেখার সার্টিফিকেট দেবার জণ্য ধণ্যবাদ। লোল।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: উচিৎ কথা.................।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মোরতাজা বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
এম এ কাশেম বলেছেন: উচিৎ কথা.................।