নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হাসি- উদ্ভিন্ন যৌবন এবং তুমি
তোমার জন্য অপেক্ষা
সুরমা বয়ে চলে, হাওর গুলো যৌবনা হয়, শুকিয়ে যায়
অতিথি পাখিরা আসে, সাপ-কেঁচো মরে যায়
আবার জেগে ওঠে তাদের নতুন প্রজন্ম।
ফিরে আসে অনন্তকাল ধরে সকাল দুপুর রাত্তির
ঘোর অমানিষার পর নতুন আলোর ঝলকানি
তোমার হাসি- উদ্ভিন্ন যৌবন এবং তুমি।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
মোরতাজা বলেছেন: সময়কে ধারণ করার বিমূর্ত চেষ্টা। একটু খেয়াল করলেই বুঝবেন.. হয়তো।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
পাঠক১৯৭১ বলেছেন: কিছু একটা লিখেছেন, হয়তো।