নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মল্লিকার নাভির স্পর্শ নয়... কেজরিওয়ালের পদধূলি চাই

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

'মার্ডার' সিনেমায় মল্লিকার নাভিতে স্পর্শ করার দৃশ্যে শিহরিত হবার বদলে আমার এখন কেজরিওয়ালের পদধূলি নিতে ইচ্ছে করছে। কিন্তু ভিসা সমস্যা। আমারে কেউ ভিসা যোগাড় করে দিলে, আম আদম পার্টি থেকে নির্বাচিত দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হতাম।



বলতাম- দয়া করে আমাদের আশীর্বাদ দিন, আপনার মত একজন নেতা যেনো বাংলাদেশে জন্মায়। যারা শরীরের চিকনাই জমাবেন না, ঘাম ঝরিয়ে মানুষের জন্য নেমে পড়বেন রাস্তায়-অফিস ঘাটে কাজে ব্যস্ত থাকবেন, নিবেদিত থাকবেন জনসেবায়।



এনডিটিভির খবরে যেমনটা বলা হচ্ছে ‌'সৃষ্টি কর্তা' কে নিরাপত্তার দায়িত্ব দিয়ে এখন বিদ্যুৎ বিল পঞ্চাশ ভাগ কমিয়ে আনা, ৭০০ লিটার পানি বিনা মাশুলে সরবরাহ, বিদ্যায়তন এবং হাসপাতাল বৃদ্ধির দিকে নজর থাকবে। দুর্নীতি রোধে একটা বিলও পাস করবেন, যার জন্য আন্না বাবু না খাইয়া ছিলেন কয়েকবার। 'অনশন' শব্দটা কইলাম না, এইটা আমাদের দেশেও হয়। ফল অশ্বডিম্ব।



আমাদের নজর কোন দিকে? সাম্প্রতিক খবরের কাগজের রিপোর্টগুলো দেখতে বুঝতে পারবেন। আর ক্ষমতার চিরন্তন লড়াইটা তো এখন কি পর্যায়ে আছে সেটি অজানা কারো নয়। মাল মুহিত বলেছেন, ক্ষমতায় থাকলে বিত্তের চিকনাই বাড়ে, এটা স্বাভাবিক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

নানাভাই বলেছেন: আসবে ইনশাল্লাহ!

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মোরতাজা বলেছেন: ইনশাল্লাহ!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মেনন আহমেদ বলেছেন: বাংলাদেশের মানুস আবাল-ই থেকে গেলোরে ভাই,খুব-ই কষ্ট হয়রে ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মোরতাজা বলেছেন: মানুষ হতে হবে, নইলে মুক্তি নাই!

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমাদেরও আওয়ামীগ বিএনপির রাজতন্ত্র ছেড়ে আম জনতা পার্টি গঠন করা অতি জরুরী।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মোরতাজা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.