নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের স্বচ্ছতা প্রমাণে আম্লীগের আশুতোষ কবজ!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০



ইনু ভাই কইলেন, গণতন্ত্রের জইন্য বিদেশি সনদ লাগবো না।

তোফায়েল ভাই কইলেন, দক্ষিণ এশিয়ার আশুতোষ কইছে নির্বাচন স্বচ্ছ হইছে। নির্বাচনের স্বচ্ছতা আম্লীগের প্রমাণে আশুতোষ কবজ! কি অসহায়ত্ব!



সর্বদলীয় জোটের কোন দর্শনটা আসল, কোনটা নকল বুঝতাছি না। পুরাই ভেলকি। নিজেরা পুতুল নাচের দর্শক মনে লইতাছে।



খবর সূত্র : ইনু ভাই-বাংলা নিউজ, তোফায়েল ভাই- কালেরকণ্ঠ অনলাইন।





পুনশ্চ: আশুতোষ দাদা ভারত থেকে নিব্বাচন রঙ্গ উপভোগ করতে এসেছেন। সুজাতা দি যে নিব্বাচন নির্দেশক, তা দেখবার জইন্য তার দেশের কেউ থাকবে না। তা হয় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

পাঠক১৯৭১ বলেছেন: শিবিরের বোম মাথায় পড়েনি, তাই এখনো কিছু মাথায় ঢুকছে না।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

মোরতাজা বলেছেন: ভাই, শিবির, আমারে বোমা মাইরেন না। ওইটারে আমি খুব ভয় পাই।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৯

মুহসিন বলেছেন: কি করবে কিছু তো বলতে হবে। ৬০% ভোটার আশা করেছিলো। এখন যদি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মোরতাজা বলেছেন: লোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.