নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

এরশাদ কি 'সুস্থ' হবেন নাকি 'অসুস্থ' থাকবেন!

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩





'রোগ'টা খুব ভালো। আমাদের রাজনীতির মতই। তয় এর নাম ইলেকশন রোগ।

পুরাই ভেলকি। কাগু এরশাদ সমঝোতার পর 'সুস্থ' হবেন। ইতোমধ্যে সরকার দল থেকে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। এখন তার দল থেকেও তাই বলা হচ্ছে। (সূত্র: আজকের প্রথমআলো অনলাইন)।



ডিসেম্বরের দ্বিতীয় হপ্তায় সরকারি নিরাপত্তা রক্ষীরা তাকে সিএমএইচে নিয়া ভর্তি করাইছেন। উনি 'অসুস্থ'।

অ্যাম্বুল্যান্স ডাকনের সময় কই,তারাই নিয়া গ্যাছেন। এতবড় একটা 'রাজনৈতিক সম্পদ' যদি হাতছাড়া হয় তাইলে মাঠে মারা!



ফাঁকে তার ওষুধ ছিল 'গলফ'।

তিনি গলফ খেলছেন।সরকার দলের লোকজন তার সাথে মোলাকাত করে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলাপ করেছেন।



সামনে রাডার কেনার মামলা। মঞ্জুর হত্যা মামলা। এ সব মামলার মাধ্যমে তাকে বিশেষ চিকিৎসা ও ওষুধ দেয়া হতে পারে। এই চিকিৎসার পর বুঝা যাবে, তিনি সুস্থ হবেন, নাকি অসুস্থ থাকবেন।



মনপূত হলে সরকার নিশ্চয় তার জন্য ছাড়পত্র রেডি করবেন, সেটি সুজাতা আপার গোস্সা কমানোর মত করে। কারণ এরশাদ কাগু সুজাতা আফারে জ্ঞান দিছে-আম্লীগের নামে বনাম করছে। এই বদনামের কিছু সাজা তো তার ভোগ করতে হবে! তার পর হয়তবা 'মুক্তি'! 'সুস্থ'!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

সাইবার অভিযত্রী বলেছেন: কাগু সমঝোতার পর 'সুস্থ' হবেন।

অসুস্হ হবার জন্য কি সমঝোতা না হওয়া যথেষ্ট কারণ না !

আওয়ামীলীগের সাথে সমঝোতা না হলে সুস্হ তো দূরের কথা, জানে বাচাই তো মুশকিল!

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মোরতাজা বলেছেন: হুমমম!!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

সোহানী বলেছেন: কাগু সমঝোতার পর 'সুস্থ' হবেন.......... বাকিরা কবে সুস্থ হবে??????

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মোরতাজা বলেছেন: আমাদের পুরা রাজনীতিটাই অসুস্থ্য!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: কাগু একটা ভাড় । দোষারোপ থেকে বাচার জন্য ভালই অভিনয় করলো । কাগু সুস্থ আছেন । উনার কিছু হয় নাই ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মোরতাজা বলেছেন: কাগু তো সুস্থ্যই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.