নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা, প্রেম এবং যৌনাচারকে অপমান করোনা-

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

পারতে, পারতাম, পেরেছি জাতীয় শব্দ গুলো রাজনৈতিক-





তবুও ভালো থেকো

চাইলেই সব পাওয়া যায়না, পেতেও নেই।



তাহলে বলো- এই যে বিরহ, যন্ত্রণা কাতর চাহনি



তোমার অপেক্ষা! সবই কি মিথ্যে?



সত্য মিথ্যের কিছু নেই, তুমি আছো-আমি আছি, থাকবো।

কারো জন্য কিছু থেমে থাকেনা। সময় বড়ই অদ্ভূত এবং ব্যাভিচারি।



তবুও তুমি ফিরতে পারতে!

পারতে, পারতাম, পেরেছি জাতীয় শব্দ গুলো রাজনৈতিক-



ভালোবাসা, প্রেম এবং যৌনাচারকে অপমান করোনা- এ সব বলে।



চলো সামনে তাকাই-পাহাড়ের চূড়ায় দ্যাখো-

আকাশ ছুঁয়েছে পাহাড়-পাহাড় ছুঁয়েছে আকাশ



অপরূপ দৃশ্য-মিলন



এমন মিলন কি আমাদের হতে পারতো না! পারতো, তবে হয়নি।



চলো বদলে যাই!

চাইলেই বদলানো যায়না। যাবেও না। সুতরাং অপেক্ষা বৃথা-



তবুও ভালো থাকো! তুমি ভালো থাকলে, আমিও।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.