নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

\'রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া\' রোগে আক্রান্ত এরশাদ এখন \'সুস্থ্\'

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

'রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ অবশেষে 'সুস্থ্' হলেন। গণতান্ত্রিক ধারা বজায় রাখা দলের নেতাদের স্বাস্থ্য পরীক্ষা, সরকারি বাহিনীর বিশেষ অ্যম্বুল্যান্স সার্ভিস, গলফ জাতীয় ওষুধ-সেবন করে এখন 'সুস্থ্' তিনি। আজ শনিবার সকালে ঢাকার আকাশে ঝকঝকে রোদে তিনি শিরিন আফার দরবারে এসেছিলেন।

শপথও নিয়েছেন। সুজাতা আফা যদি এইবার খুশী হন। স্বৈরাচারের 'রস' দিয়া যদি আম্লীগ নতুন প্রজন্মকে তাদের জামায়াত 'পিরীত-রঙ্গ-সঙ্গ' ইতিহাস ভোলাতে পারেন মন্দ কি। অবশ্য ইতিহাস রচনা করে আম্লীগ। ভালো-খারাপ দুই-ই করতে পারে। স্বাধীনতা উত্তরকালে খারাপটাই বেশি!


আমার ধারণা- কাকু ১৯৮৬ সালের নির্বাচনে আম্লীগের যে সহায়তা পেয়েছিলেন, যাকে বিম্পি -আম্লীগের বেইমাইনি বলে উল্লেখ করে, তার পুরস্কার দিলেন। তাই তাকে আমরা আর বেহায়া না বলি। তাকে কৃতজ্ঞ লোক হিসাবে চিহ্নিত করি। আশীর্বাদ দিই- রাজনৈতিক সার্কাসে তার মত খেলোয়াড়ের বড়ই দরকার। নইলে জাতি হিসাবে আমরা 'অট্টহাসি' থেকে বঞ্চিত হবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

পদ্মা_েমঘনা বলেছেন: ওস্তাদের মার (লাফ) শেষ রাতে! ;) ;) ;)

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

মোরতাজা বলেছেন: হে হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.