নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সার্কাস-সরকার
নানা দলের দালালিতে ভরপুর এক আজব কারবার, যেনো তারা জীবনানন্দ দাশের কবিতার এ ক'টি লইনের মতই -'যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।'
সব কিছু অচল তাদের ছাড়া! কি মহান তারা। কী মহান।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
মোরতাজা বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
ভোরের সূর্য বলেছেন: এটা প্রহসনের সরকার।এদের কাজ কারবার যেমন শপথ গ্রহণ,মন্ত্রীসভা গঠন ইত্যাদি দেখে খুবই হাসি পাচ্ছে।সংবিধান মনে হচ্ছে আওয়ামীলীগ কিনে নিয়েছে। সংবিধান রক্ষার কথা বলে নিজেরাই নিজেদের স্বার্থে সংবিধান লঙ্ঘন করছে। মনে হচ্ছে একটা নাটক চলছে যেখানে যে যার মতন অভিনয় করে যাচ্ছে। তাদের ভাব দেখে মনে হয় দেশটা শুধু তাদের। আজকে যেমন বিএনপি তাদের কাজের শাস্তি পাচ্ছে এরাও একদিন চরম শাস্তি পাবে।