নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'নূর হোসেন', 'জিহাদ' ও 'ডা. মিলন'- ক্যামনে আপনাগো নাম লই! দেশে এখন 'গণতন্ত্র' ও 'সংবিধান' রক্ষার উৎসব হচ্ছে। আপনাগো রক্ত দাগ মুইছা গেছে।
তাই আমরা এখন মজে আছি- এগিয়ে যাবে বাংলাদেশ। পুরনো সব কিছু ভুলে থাকি- স্বৈরাচার আর রাজাকার সবই একই মেশিনে দিলে 'সংবিধান রক্ষার জন্য' মুক্তিযুদ্ধের চেতনা হইয়া বাইর হয়।
নূর হোসেন ভাই, গণতন্ত্রের একটা দারুণ মডেল আমরা বানাইছি। রাজনীতি বিজ্ঞানে রীতিমত কোর্স খুইলা পড়নের মতন। সামনে বিশ্ববাসির কাছে ইনডিয়ার মাইধ্যমে এই মডেল উপস্থাপন করার ইচ্ছা আছে। নরওয়ের ভাইজানেরা সম্ভব হইলে নোবেল পুরস্কারটা বিবেচনায় রাইখেন।
পুনশ্চ: এক এগারোর পরে ফৌজি মইনও একটা গণতন্ত্র থিওরি দিছিলো। এখন বেচারা আম্রিকায় হাওয়া খায়! আমরা 'গণতন্ত্র' ও 'সংবিধান'রক্ষায় একতরফা নির্বাচন করি, পেট্রোল বোমা বানাই আর যারে মন চায় ধইরা নিয়া উধাও কইরা দিই। তয় এখন এই সব বন্ধ হইলেই ভালা। ক্ষমতার মধু চাইট্টা খান কিন্তু গাল বাইয়া অন্যের গায়ে ফালায়া পিঁপড়া তুইলা কষ্ট দিয়েন না।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
মোরতাজা বলেছেন: কিসের মইধ্যে কি দিলেন, ভায়া
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
ময়না বঙ্গাল বলেছেন: আপনার আবেগের সাথে একমত। আসুন আমরা নিজেরা সুস্থ ধারার রাজনীতির প্রচেষ্টা আরম্ভ করি ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
মোরতাজা বলেছেন: শুরুর কোনো বিকল্প দেখছিনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৫
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
সবচেয়ে সেরা খুশীর দিন ।মাত্র ১ দিন বাকি।
Click This Link