নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের নামে আওয়ামী লীগ যা গঠন করেছে এবং সেটি ৫ বা তারো অধিক সময় ক্ষমতা প্রয়োগ করতে চায়, তার জন্য স্বীকৃতি কোনো ব্যাপার না। যারা মনে করেছেন, তারা অভিনন্দন পাবেন না, তারা ভুল মনে করছেন। এবং এটা নিশ্চিত তাদের 'এন্টেনা' খুবই দূর্বল।
আম্লীগ এখন কারে রাখবে, কারে রাখবে না - এ সিদ্ধান্ত নিবে। দয়া কইরা যদি দেশে বাস করা আমাদের মত দূর্বল চিত্তের লোকদের প্রাণ ভিক্ষা দেয়, ভালো কথা।
নইলে 'নাশকতা করতে পারে'- এমন আশঙ্কায় নিরাপত্তাবাহিনী বা সরকারদলীয় ক্যাডারদের দ্বারা আমাদের খুন-গুম করা জায়েজ! এর কোনো বিচারও হবে না। আশা করাও ঠিক হবে না।
এ দেশে সাংবাদিক ও বিচারকরাই বলে দিচ্ছে কাদের জীবিত থাকার অধিকার আছে, আর কাদের নাই।
আমি দেশে থাকা লোকদের কথা এ জন্য বল্লাম যে, বিদেশে থাকা লোকরা অনেক হাতি ঘোড়া মারতে পারেন। কিন্তু আদতে ওইটা কোনো কামেই লাগে না।
আম্রিকা, ব্রিটেন, চায়না , ইনডিয়া, রাশিয়া- এ সবরে আমাগো টাইম নাই। ওগো দরকারে ছুইটা আইবো। মুখে জপমালা থাকবো- সুশাসন,মানবাধিকার, শ্রমিক স্বার্থ এবং ইত্যাকার লোভনীয় শব্দমালা।
ভিতরে ভিতরে কাম করবো- নিজের দেশের স্বার্থ হাসিল করবো। আর ক্ষমতা রক্ষা, আরোহন ও অবস্থান করার জন্য তো আমরা সবই দিতে রাজি!
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
আহলান বলেছেন: আমগো দূর্বল বাম বেল্ট ভুক্ত করা হচ্ছে .. ভারত রাশিয়া এরাই এখন আমাদের প্রভুদেশ .....