নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আর দোস্তী নয় -জামায়াত নিষিদ্ধ করতে হবে এখনই!

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

হোমিও চিকিৎসা আর নয়।এবার এন্টিবায়োটিক দরকার।মাননীয় প্রধানমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করার যে কথা আপনি দিনের পর দিন বলে আসছেন-এবার তার বাস্তবায়ন করুণ এবং সেটি অতি দ্রুততার সাথে।

এটা করার জন্য আপনি ম্যানডেট পেয়েছেন বলে জানিয়েছেন- ৫ জানুয়ারীর একটি নির্বাচনি দৃশ্য মঞ্চায়নের পর। সুতরাং এ কাজে আপনার দেরী, আপনার আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাইনা আপনি এ রকম একটি বিব্রতকর অবস্থায় আপনি বা আপনার দল পড়ুক।



আমি নির্বাচন মঞ্চায়ন বলছি এ কারণে যে - আম্লীগ যে ভোটের অধিকারের ডাক দিয়ে ১৯৯৬ সালে বিম্পিকে ক্ষমতাচ্যুত করেছিলো, আপনার দলের মিত্র জামায়াতকে সাথে নিয়ে- সে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে আমি নিজেই এবার বঞ্চিত হয়েছি।আপনিও। খবরের কাগজ আর টিভি চ্যানেলগুলো ভোট দেবার পরে আপনার হাস্যোজ্জ্বল ছবিটা মিস করেছে।



সে সময়কার, মানে ১৯৯৬ সালের দৃশ্যটা কল্পনা করছি- আমার বয়স তখন ১৫ ।



খবরের কাগজে ছবি ছাপা হলো একজন সরকারি কর্মচারী অফিস যাচ্ছেন- তারে ধরে ন্যাংটা করা হলো। মখা আলমগীর আঙ্কেল জনতার মঞ্চ করলেন- সচিবালয়ের ফাইল পত্র রেখে সরকারি টাকায় বেতন ভোগ করে তারা তখন আম্লীগের পক্ষে জামায়াতের সাথে দোস্তি করে রাস্তায়। হাউ ফানি!



সে সময়ও জামায়াত আম্লীগের মিত্র! সায়েদাবাদে একটা গাড়ি সব যাত্রী সহ ভোটাধিকারের জন্য পুড়ে গেলো- সে সময়ও আম্লীগ-জামায়াত মিত্র।



পুরনো স্মৃতি মানুষকে আবেগ তাড়িত করে- ব্যাথাতুর করে আবার শিক্ষা নেবার জন্যও সহায়তা করে। আম্লীগ কোনটি পছণ্দ করছে- সেটি বলা ভারি মুশকিল।



জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন- আদালতে মামলা আছে। এখনই তারা কোনো অ্যাকশনে যেতে পারছেন না।



আমরা প্রায় সবাই জানি- আইন আদালত এ সব ক্ষমতার পদতলে লুটিয়ে পড়ে থাকে সব সময়- সারা বিশ্বজুড়ে। সক্রেটিসকেও আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে। এটা খ্রিস্ট পূর্বাব্দের কথা। হাল জামানায় ইরাকের সাদ্দাম হোসেনকেও আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে। আরো অনেককে হত্যা করা হচ্ছে। নেলসন ম্যান্ডেলাকেও কিন্তু আদালতের মাধ্যমে নির্বাসন দেয়া হয়েছিল।



বাংলাদেশের আদালত তো স্বাধীন- কিন্তু পাখনাটা অদৃশ্য সুতোয় বাঁধা। জুয়েল আইচের জাদুর মতন। পুরাই পাঙ্খা। সে যাই হোক- সরকার চাইবে আর হবেনা, এমন সাধ্য কার! আদালতে এখন তো মানিক সাহেব, সিনহা বাবুরা আছেন। এরপরেও সরকারের সমস্যা হলে- এটাকে বলতে হবে দুর্ভাগ্য।



আসুন-জামায়াত নিষিদ্ধ করার জন্য সরকারকে বাধ্য করি- নইলে এ নিয়ে রাজনীতি চলতেই থাকবে। চলতেই থাকবে এবং আমাদের ভোটাধিকারের কপাল পুড়বে- সংখ্যালঘু নির্যাতন বাড়তেই থাকবে। আর মানুষের অনিরাপদ মৃত্যু এবং গুম হয়ে যাওয়া সীমার বাইরে চলে যাবে। এমন দেশ আমরা চাইনি, এখনো চাইনা। সামনেও চাইবো না।



মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

ফিলিংস বলেছেন: ক্যন্সার যত তাড়াতারী কেটে ফেলা হবে ততই ভাল......।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

মোরতাজা বলেছেন: কাইটা, ক্যামোটাও দিওন লাগবো!

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: সেধরণের কিছু করলে তো সবাই সুশীলতা দেখিয়ে চুপ করে চিপায় গিয়ে মজা দেখে যেন এটা রাজনীতির সাথে সম্পর্কিত।আওয়ামীলীগের সাথে না থেকে খালি চাপ দিলে তো হবে না।শিবিরের নেটওয়ার্ক দেশ ছেড়ে বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।ক্ষমতা তাদেরও কম নাই।কিছু হলেই সবাই চুপ মেরে থাকে আর আওয়ামীলীগ কি করে তা দেখার জন্যে পেপার আর চ্যানেল উল্টায়।এসব বিবেচনায় রাখতে হবে তো।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

মোরতাজা বলেছেন: আপনি কি আম্লীগরে ক্ষমতাহীন মনে করছেন!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

রায়হান চৌঃ বলেছেন:
দিন না করে.... :)
আমরা সাধারণ জনগণ ও দেখি কার "সো......." কত জোর।
ভাই এই ৩৭ বছর বয়সে তো আর কম দেখিনাই..... :(, জাতী্য় পার্টি,আম্লিগ, বিএনপি সব ই দেখছি....... :)
আপনের মেচুউরিটি নিয়ে আমি জাস্ট কনফিউজ্ড....
কথাবার্তায় মনে হচ্ছে এখনো বাচ্ছা পোলাপাইন.. মনে হচ্ছে এখনো দুদের ফিডার থেকে মুখ সরাই তে পারেন নাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

মোরতাজা বলেছেন: ফিডার? হুমম!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

গ্রীনলাভার বলেছেন: যে বৃক্ষ ১৯৭১ এ বপন করা হয়েছিল তা আজ মহিরুহে পরিনত হয়েছে। এত সহজে গাছে কেঁটে ফেললাম বলে লাফালেই হবে না। শিকড় অনেক গভীরে....

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

মোরতাজা বলেছেন: শিকড় নিয়া কতা অইতেছে না, গাছ নিয়া কতা।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

ইউরো-বাংলা বলেছেন: গত সংসদেও হাসিনা বু'র মেন্ডেট ছিল জামাতকে নিষিদ্ধ করার, এইবার ক্ষমতায় এসেছে বিতর্কিতভাবে ও সৈরাচারী কায়দায়। সূতরাং বুবু গতবারের তুলনায় অনেক দূর্বল।

অতএব, জামাত এইবারো নিষিদ্ধ হচ্ছে না।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

মোরতাজা বলেছেন: কি বলেন- আগে যা হয় নাই, সামনে তা হইবো না, এইটা বলা কঠিন। তয় জামাত তাবিজটার অবসান হওয়া দরকার।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

মো ঃ আবু সাঈদ বলেছেন: ১৯৭১ এর পর জামাত এমন কি কাজ করছে যা লীগ করে নাই...

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মোরতাজা বলেছেন: কিছু উদাহরণ দ্যান

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

মো ঃ আবু সাঈদ বলেছেন: লীগরে আনেক খারাপ কাজ আছে যা জামাত করে নাই

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

মোরতাজা বলেছেন: দুই একখান ...!

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

গান পাগলা বলেছেন: জামাত যদি এদেসের ক্যান্সার হয় তাইলে আম্লিগ হইলো এইচ.আই.বি ভাইরাস।
একটা কথা লিক্খা রাখেন আওয়ামিলীগের রাজনীতি নিষিদ্বের আন্দোলন হওয়ার আর বেশী দিন বকি নাই।
খুনি দালালের রাজনীতি
আইন করে নিষিদ্ব করো।




এইটা কি বুঝেন নাই?
দিল্লি থেকে বাংলাদেশ দূতাবাসের একটি ফাঁস হওয়া ফ্যাক্সবার্তা।
সাতক্ষীরায় যৌথ রাষ্ট্রীয় বাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র দাদারা।
আরও আছে.......
লজ্জা করেনা হায়নার সাফাই গাইতে?
বালের প্যাচাল পারে মিয়া

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

মোরতাজা বলেছেন: :p

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

ইমরান হক সজীব বলেছেন: অসভ্য, বর্বর, জঙ্গি, সন্ত্রাসী জামাত শিবিরকে থাপ্রড়িয়ে দেশ থেকে বের করে দেয়া দরকার । এদের নির্মূল করার জন্য দরকার হলে আমি হিটলারের মত কোন সরকারকেও সমর্থন করবো ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মোরতাজা বলেছেন: :)

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

গ্রীনলাভার বলেছেন: "শিকড় নিয়া কতা অইতেছে না, গাছ নিয়া কতা। " -
ওওওওওও..... ভাই আমি বুঝি নাই প্রথমে। বাড়তি লতাপাতা আর আগাছা ছেঁটে গাছের সৌন্দর্য বর্ধনেরও প্রয়োজন আছে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মোরতাজা বলেছেন: আগে গাছ কাটেন, তারপর শিকড়ে যান। একটা একটা করে করেন। সেই কথা হচ্ছে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:

জামাত একটি ফ্যাসিস্ট সন্ত্রাসি দল।
জামাত পাকিস্তান আমলেও দু দুবার নিষিদ্ধ হয়েছিল! দাঙ্গা বাধিয়ে আহমদিয়া হত্যার দায়ে। ফাঁসির রায় হয়েছিল জামাতের আমির মাওলানা মাউদুদির।
ভারতে ভারতীয় জামাতও কয়েক বার নিষিদ্ধ হয়েছিল।
লন্ডন জামাতও নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

৭১ এর পরপরই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে গনহত্যায় অংশগ্রহন করার অপরাধে।

এখন পাপিষ্ঠ জামাতকে নিষিদ্ধ করে সমুলে নির্মুল করা সময়ের দাবী।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোরতাজা বলেছেন: :)

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

ভোরের সূর্য বলেছেন: জামায়াত কে সরাসরি নিসিদ্ধ না করে বরং সেটা কে রাজনৈতিক এবং সামাজিকভাবে শক্তিহীন করা উচিৎ।এ বিষয়ে আমি একটি ব্লগ লিখেছিলাম ইচ্ছা করলে দেখতে পারেন এখানে পড়ুন

লেখক কে ধন্যবাদ জামায়াত শব্দটা ঠিক করে লেখার জন্য।তবে বেশিরভাগ সময় দেখি সবাই জামাত বলে বা লেখে এবং সেটা না জানা থেকেই। আমরা অবশ্যই যুদ্ধাপরাধী বা রাজাকারদের বিচার চাই এবং ঘ্রৃণা করি কিন্তু শুদ্ধ বানান লিখেতে তো সমস্যা নাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোরতাজা বলেছেন: :)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

রায়হান চৌঃ বলেছেন: হাসান কালবৈশাখী:
ভাই..... খুব ভালো বলেছেন, আপনার দেশ প্রেম দেখে খুব ভালো লাগছে... :), আর সত্যি যদি দেশ কে নিজের ভাবেন, ভালো বাসেন, দালালের রক্ত যদি শরিরে না বয়ে থাকেন, তবে সে দিন খুব বেশি দুরে নয়.... যে দিন আপনারা নিজেই গঠন করবেন দালাল নির্মুল কমিটি এবং সেই কমিটির প্রথম লিষ্টে থাকবে আম্লিগ এর নাম..... :)
ভালো থাকবেন... :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.