নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকক্ষ ধইরা ফেসবুকের হা কইরা চাইয়া আছি, ইনকিলাবরে...মারুন-ফরজ ফতোয়া দিয়া সম্বাদিকরা স্ট্যাটাস দিবো। এখনো পাই নাই। তয় অপেক্ষা করতে দোষ নাই।
পুলিশ মামারা গেছে, ক'জন ধইরা নিচে বইলা প্রথম আলো খবর দিছে। কই নিছে। ক্যান নিছে? পুলিশ বলছে, 'মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত' খবরের জন্য তাদের বিরুদ্ধে মামলা হইছে। কোনো তদন্তের দরকার হয় নাই, পুলিশ আগেই সিদ্ধান্তে উপনীত হইছে।
অবশ্য গত নির্বাচনের পরে ইনকিলাবরে ফিল্টারিং করনের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিল। এখন ফিল্টার নষ্ট হইয়া গেছে।
ব্যাপার না। এ সব্বে শুরু মাম্মা। সামনে আরো চলবে। চুপচাপ থাকুন। নইলে মাফ অইবো না, কারোরই!
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
মোরতাজা বলেছেন:
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
ইবলিশের হেডমাস্টার বলেছেন: ইনকিলাব এখন সাদা কাপড়ে মোড়ানো । দাফন সম্পন্ন হয়নি ।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
মোরতাজা বলেছেন:
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
একজন ঘূণপোকা বলেছেন: ভালোরনি বলেছেন: জয় বাংলা বলে আগে বারো। সব পেপার বন্ধ করো।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
অপু ওপি বলেছেন: Click This Link Click This Link
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
মোরতাজা বলেছেন: আপনার কমেন্ট পড়লাম- আমার জবাবটা দেখতে পারেন
কিছুক্ষন আগে খবরে দেখলাম সাতক্ষীরার একটা নিউজের জন্য ওদের পুলিশ অ্যাকশনে হইছে। ওই খবরে ভারতীয় লোকদের অংশ নেবার কথা ছিল। এ রকম খবর তো আমরা ভারতের নাম উল্লেখ ছাড়া দেখে আসছি। তখন তো সরকার প্রতিবাদ করছে বলে মনে পড়ে না। লক্ষীপুরে র্যাবের সাথে মুখোশ পরা লোকদের নিয়ে তর্ক হচ্ছে বলে খবর করেছে প্রথম আলো। এর প্রতিবাদ দেখলাম না। আমি ইনকিলাবের হয়ে কথা বলছি না, অন্যায় করলে শাস্তির নিয়ম আছে, খবরের কাগজের অফিসে পুলিশ- আমার সহ্য হয় না। হবেও না।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
অপু ওপি বলেছেন: আপনাকে ধন্যবাদ Click This Link
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
এবি মিনহাজ বলেছেন: হায় হায়, ইত্তেফাক অফ হয়ে গেলে দাদুর কি হবে? দাদু তো ১০ -১২ বছর যাবত ইত্তেফাক পড়ে।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৯
জাহাঙ্গীর জান বলেছেন: মিথ্যে খবরটা প্রচার করতে,তাঁরা অনেক মজা পায় । এবার ঠেলা সামলাতে পারলে হয়,
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯
চলতি নিয়ম বলেছেন: আমরা দুঃখিত
গতকাল ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত। এ ব্যাপারে সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
ঢাকাবাসী বলেছেন: আমার দেশে, চ্যানেল ওয়ান আর এখন ইনকিলাব!
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
ভালোরনি বলেছেন: জয় বাংলা বলে আগে বারো। সব পেপার বন্ধ করো।