নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমাতে যাচ্ছি ৪ জন সম্বাদিককে পুলিশ অফিস থেকে তুলে নেয়ার খবর দেখে। কি নির্মম, নিষ্ঠুর এবং অসিহষ্ণু আমাদের সমজা-রাষ্ট্র এবং রাজনীতি-নিরাপত্তাকর্মী।
এতটা নিচে না নামলে কি ক্ষমতা রক্ষা হয় না, হয়। কিন্তু অপরাধ ঢাকতে এমন শত অপরাধ ছোট থেকে বড় আকার ধারণ করে এবং আম জনতার জীবনের মূল্যকে করে তুচ্ছ।
ভালো খবরটাও দিই- এখন পর্যন্ত কেউ ইনকিলাবকে... মারুনের জায়েজ করার জন্য ফতোয়া দেননি। আমরা ভাবনাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি কাল ঘুম ভেঙ্গে এই একটা জায়গায় সবাইকে এক দেখবো। মানে সম্বাদিকদের এক দেখতে চাই।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০
সীমাহীন ভালবাসা বলেছেন: কেউ এক হবে না ভয়ে কিন্তুু সেই সুযোগে সাগর রুনির মত সব দেশ খেকে নিখোঁজ হয়ে যাবে হা হা হা
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
এম আর ইকবাল বলেছেন:
স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা বা অধিকার হরণ করা নয় ।
অথবা নিজ স্বার্থ সিদ্ধীর জন্য বিভ্রান্তিকর তথ্য সরবরাহও নয় ।