নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

যৌনানন্দ কারবারিদের প্রিয় সেবা 'বিকাশ'

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

যৌনানন্দ কারবারিদের প্রিয় সেবা 'বিকাশ'।

ডিজিটাল মাধ্যমে যৌন ব্যবসার কারবারীরা অর্থ লেনদেনের জন্য এ সেবাকে পছণ্ন্দ করছেন, কারণ এটি নিরাপদ এবং সহজলভ্য।

ছোটবেলায় বিকাশ বলতে বুঝতাম বিকশিত হওয়া। যেমন মেধার বিকাশ। কিন্তু এ শব্দটি এখন ব্র্যাক ব্যাংকের মোবাইল ক্যাশ সার্ভিসের নামে ধর্ষিত। বাংলা শব্দ নিয়ে পাকি স্টাইলে মশকরা করছে ব্র্যাক ব্যাংক, যাদের ভল্টে জাল টাকার সন্ধান মিলেছে এবং কেন্দ্রীয় ব্যাংক এটি নিশ্চিতও করেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

রােশদ সুলতান তপু বলেছেন: জিনিসটা কিন্তু 'বিকাশ' নয়- জিনিসটা হবে 'বি-ক্যাশ'। এটা আসলে ব্র্যাক ব্যাংকের মোবাইল ক্যাশ ট্রান্সফার সিস্টেম। এখন অনেক ব্যাংকই তাদের নিজেদের নামে এই সার্ভিস ব্যবহার করছে যেমন এম ক্যাশ, ইউ ক্যাশ ইত্যাদি।

তবে আপনার মূল বক্তব্যের সাথে একমত। এই সার্ভিসটি এখন অনেক অবৈধ কাজেরই সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

মোরতাজা বলেছেন: কি হবে জেনেই তো লিখছি ভাই। প্লিজ উইকি দেখেন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.