নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশের মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের অধিকার প্রতিষ্ঠার জন্য মস্তান ভাড়া করতে হয়, হিন্দি সিরিয়ালে মগ্ন সকাল দুপুর, বলিউডের সিনামা মুক্তির আগে দেখার জন্য প্রস্তুত করা হয়।
জীবিকা নির্বাহের খরচা মেটানোর জন্য শরীর বেচতে হয়, বসের মনোরঞ্জনের জন্য মিথ্যা-সত্য মিলিয়ে হাত কচলাতে হয়, দলীয় আনুগত্য ঠিক রাখার জন্য সত্য-মিথ্যা মিলিয়ে লিখতে ও বলতে হয়।
এবং রাজনীতিবিদদের ষণ্ডামি আর পেশির কাছে পোষ মানতে বাধ্য হয় মানবিক ইচ্ছা, অভিলাষ এবং জীবন বাঁচানোর জন্য দিনের পর দিন সইতে হয় অসহ্য অত্যাচর, সেই দেশে বিশ্ব ইজতিমার কোনো গুরুত্ব নাই।
বেহুদা এই ইজতিমা। এ অপচয় এবং ফাও কান্দন বন্ধ করন দরকার। কসম করে কইছি- এ কান্দন পরকালের মুক্তি দিতে পারবো না। ব্যক্তিগত সততা, পরিবারিক ন্যায্যতা , সমাজিক ইনসাফ এবং রাষ্ট্রীয় প্রতিহিংসা বন্ধ না হলে এই সব এবাদত বন্দেগি বৃথা।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
মোরতাজা বলেছেন: আমি ভালো আছি, আল হামদুল্লিাহ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
কোবিদ বলেছেন:
ব্যক্তিগত সততা, পরিবারিক ন্যায্যতা , সমাজিক ইনকসাফ এবং
রাষ্ট্রীয় প্রতিহিংসা বন্ধের পাশা পাশি এবাদত বন্দেগি ও করতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
মোরতাজা বলেছেন: এবাদত তো করতেই হবে। শুধু এবাদত নয়, পাশপাশি অন্য সব বিষয়গুলোও জরুরি
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
আমি লিখতে চাই না বলেছেন: বন্ধুহারা০০ বলেছেন:
আগে নিজে ভাল হন,আপনার পরিবার
ভাল করুন।সব ভাল
হয়ে যাবে ইনশাল্লাহ।
তাবলীগে তাই হয়,আত্নশুদ্ধি।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
মোরতাজা বলেছেন:
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
এস বাসার বলেছেন: বেহুদা চিন্তা ভাবনা!
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
মোরতাজা বলেছেন:
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
জাহিদ ২০১০ বলেছেন: আপনার কাছে প্রশ্ন আপনি কতটুকু চেষ্টা করেছেন এগুলা বন্ধ করতে???
কোনও চেষ্টাই করেন নাই তাই আগে নিজে ভাল হন আর আপনার পারিপাশ্বির্ক পরিবেশ ভাল করার চেষ্টা করেন।
কসম যে করলেন বুইজা করলেন নাকি ছোট পোলাপান গো মত ভ্যা ভ্যা করলেন।
ব্যক্তিগত সততা, পরিবারিক ন্যায্যতা , সমাজিক ইনসাফ এবং রাষ্ট্রী প্রতিহিংসা বন্ধ না হলে এই সব এবাদত বন্দেগি বৃথা।
কই থেকে পাইলেন এসব মনমাতানো বাণী
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
মোরতাজা বলেছেন: আমি আসলে পোলাপাইন, বুইড়া না। আল্লাহর সন্তৃষ্টি অর্জন করতে রাতের আঁধারে কান্না দরকার। ক্ষমা চাইবার দরকার। 'ইজতিমা' কইরা নিজেদের বড় মুসল্লি প্রমান করণে ইচ্ছা নাই।
আপনি যদি সৎ নাহ, পরিবারকে যদি তার অধিকার না দেন, সমাজে ন্যায় বিচার করতে না পারেন, রাষ্ট্রীয় প্রতিহিংসা রুখতে না পারেন তাহরৈ আপনি মুসল্লি হবেন, সেটা জামায়াত-হেফাজতি মুসল্লি।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
সোজা সাপটা বলেছেন: আমাদের এলাকায় একজন মুরব্বি , যাকে কোনো বিচার শালিসে ডাকলে পাওয়া যাইনা। কিন্তু জানুয়ারী মাস আসলেই আমাগো বাড়ির পাশে ঘুরঘুর করে...।
তাই আব্বাজান একবার মনের দূ:খেই কইছিলেন.।
"রফিক ভাই টংগি যান
যাইয়া কইদিন খিচড়ি খান
কামের বেলায় যারা নাইক্কা
কি হইবো তাগো লগে থাইক্কা"
আমার উপলব্ধি হলো
"ইসলামের কোন জায়গায় আছে টংগিতে আইতে হইবো?"
ভাবতাসি পাকি হুজুররা বেশ বয়ান দিতাছে .
ম্যাডামতো যাইবোই
হেই বয়ান কি আপাই শুনবো নাকি যাইবোইনা?
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
মোরতাজা বলেছেন:
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
ফাহীম দেওয়ান বলেছেন: ওই মিয়া, আপনের তো দেখি গেছে !!!!
সব ইবাদত বন্দেগী বন্ধ কইরা কি সমাজ ব্যাবস্থা, পরিবার এইগুলা ঠিক করা যাইবো ????
যা মনে আইলো আর কয়া ফেলাইলাম, আগে এইডা বন্ধ করেন। নিজেরটা আগে ঠিক করা হইলে দাওয়াতে বাইর হোন।
যান এইবার একগ্লাস ঠান্ডা লেবুর শরবৎ খাইয়া হাল্কা ঢেকুর দ্যান, সব ভালো ঠেকবো।
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
মোরতাজা বলেছেন: :
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
ড. জেকিল বলেছেন: সব খারাপ বলে ভালো টাও বন্ধ করে দিতে হবে??
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
মোরতাজা বলেছেন: কোনটা ভালো? ঢাকায় জমায়াতে হয়ে আল্লাহু আল্লাহু ভালো! না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ভালো। সিদ্ধান্তটা দ্যান।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
বোকা মিয়া বলেছেন: ইসলাম মানেই যদি জামাত, শিবির, রাজাকার, হেফাজত, পাকি দালাল হয় তবে আমিও তাদের দলে। আমি যতদূর জানি কোন খারাপ কিছু ইজতেমায় শিখানো হয় না। এখন কেউ শিখতে না চাইলে তো কিছু করার নাই। কম হোক আর বেশী হোক, কেউ না কেউ ইজতেমার শিক্ষাগুলোকে কাজে লাগায়। আপনি লাইব্রেরী বানিয়ে সবাইকে বই পড়ার সুযোগ করে দিলেন, পর্যাপ্ত পাঠক না পেলে কি লাইব্রেরী বন্ধ করে দিবেন?? আলেমরা ধর্মের পথে সবাইকে আহ্বান করে, তাতে যদি একজন মানুষও সাড়া দেয় তাহলেও তো লাভ! ঢাকা ইউনিভার্সিটিতে কত সন্ত্রাসী তৈরী হইছে তা মোটামুটি সবাই জানে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্কলাররা দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে এটাও সত্য। আর্টস ফ্যাকাল্টির ২-৪ জন সন্ত্রাসীর জন্য যদি প্রাচ্যের অক্সফোর্ড কে আপনি খারাপ বলবেন??? যদি তা না হয় তবে কয়েক জন দাঁড়িওয়ালা জংগী/চরিত্রহীন ব্যক্তির জন্য কেন পুরো আলেম সমাজকে খারাপ বলা হবে????
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মোরতাজা বলেছেন: আমি কাউকে খারপাপ বলছি না, বলছি ঘর পোড়ায় আলু পোড়া না দিতে।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ভুলে গেলে চলবেনা যে- নবীগণ (আঃ) এবং হযরত মুহাম্মদ (সাঃ) শুধু ইবাদত বন্দেগীতেই রত ছিলেন না। সাহাবীগণ (রাঃ) জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠাও করেছিলেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মোরতাজা বলেছেন: সহমত
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪
হু-কেয়ারস বলেছেন: এ অপচয় এবং ফাও কান্দন বন্ধ করন দরকার। কসম করে কইছি- এ কান্দন পরকালের মুক্তি দিতে পারবো না। ব্যক্তিগত সততা, পরিবারিক ন্যায্যতা , সমাজিক ইনসাফ এবং রাষ্ট্রী প্রতিহিংসা বন্ধ না হলে এই সব এবাদত বন্দেগি বৃথা।
একমত.............।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
মোরতাজা বলেছেন:
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন ভাই, এজতেমা বন্ধ করা দরকার। তার জায়গায় আমাদেরকে পশ্চিমা কালচার শিখানো দরকার তাই না।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
মোরতাজা বলেছেন: আপনার পিকচারটা কিন্তু দেশি
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
তাসজিদ বলেছেন: প্রিয় ভাই, এজতেমায় আমার ৩৫০০+ টাকা পিক পকেট হয়েছে।
কিন্তু তাই বলে কি আমি এজতেমা কে বাজে কথা বলব? না।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
মোরতাজা বলেছেন: আপনি চটুল কথা বলছেন, ক্যান।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
তাসজিদ বলেছেন: জানুয়ারি তেই ৪৪ পোস্ট ।
ভাল ভাল ভাল
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মোরতাজা বলেছেন: সংখ্যা ! তাও গুনতে পারেন!
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
নাইট বার্ড বলেছেন: তাসজিদ বলেছেন: জানুয়ারি তেই ৪৪ পোস্ট ।
ভাই তাসজিদ, আপনি তো ধরে ফেলেছেন, salute boss
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মোরতাজা বলেছেন: এখানে কি ধরাধরি চলছে। আবার স্যালুটও। বুঝলাম না। এটা মাস শেষে ৫০ পার হবে। যখণ যত ঘটনা তখন তত লেখা। এটাই তো হবার কথা।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
মুসাফির... বলেছেন: তাবলীগ নিয়ে বিভ্রান্তি - আমার কিছু কথা.. পর্ব-০১
তাবলীগ নিয়ে বিভ্রান্তি : আমার কিছু কথা- পর্ব- ০২
তাবলীগ নিয়ে বিভ্রান্তি - আমার কিছু কথা-পর্ব-০৩
তাবলীগ নিয়ে বিভ্রান্তি - আমার কিছু কথা-পর্ব-০৪ বা শেষ
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
মোরতাজা বলেছেন:
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
কাজী কিংশুক হোসাইন বলেছেন: ...তাই যারা হিন্দি সিরিয়াল দেখে তাদের ধরে ধরে রগ কেটে দিয়ে দেশ পবিত্র বানাতে হবে? আরে মিয়া যাদের জন্য ইসলাম তাদেরকে যদি না রাখেন তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন।মাথার ঘিলু টা একটৃ কাজে লাগান।শক্তি তো জানোয়ার রাও বেবহার করে....শান্তির ধর্ম ইসলাম,শান্তভাবেই পালন,চর্চা করতে হবে।আর নিজে ভাল হোন, কামিয়াব হোন,তারপর সবাইকে উপদেশ দিয়েন...........
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
মোরতাজা বলেছেন: ভালো আছি। উপদেশ দিইনি। আমার মত বলেছি। আপনার ভালো নাও লাগতে পারে। আপনি আপনার কথা বলেছেন। শুনলাম।
তবে লেখাটা বুঝতে চাইলে ঠিক আছে।
রগ কাটার কথা ক্যান আসছে জানি না, আপনার মনে হয হাত নিশপিশ করছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
বন্ধুহারা০০ বলেছেন: আগে নিজে ভাল হন,আপনার পরিবার ভাল করুন।সব ভাল হয়ে যাবে ইনশাল্লাহ।তাবলীগে তাই হয়,আত্নশুদ্ধি।