নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'চির উন্নত মম শির'
ভয়! আমিও পাই
তবে জবরদস্তি করা মানুষকে কেন ভয়-
যাদের হাতে ঘুষের ময়লা, অস্ত্র- বন্দুক
গুলি চালাতে লাগে না হুকুম
তাদের কাছে ন্যায় বিচার প্রত্যাশা! আহা! কি মশকরা!!
হাসে তারা, পরিচয় তাদের নেতা
লাশ পড়ে, ডোবায় পঁচন ধরে- তারা উৎসব করে
হিংসা-
আগুন জ্বলে, প্রতিশোধের।
ঈমান এনেছি আল্লাহর ওপর
'বেহেশত' যাবার টিকিট সেলারদের মত দূর্বল নই, হতে পারি না।
অসীমের ক্ষমতার কাছে সমর্পন করি নিজেকে।
'চির উন্নত মম শির'।।
©somewhere in net ltd.