নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

'বন্দুকযুদ্ধ' ও 'মানবাধিকার' কমিশন

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১



আপনি যদি মানুষ হন, তবে কোনো না কোনো মানবিক গুণ আপনার অবশ্যই আছে। নইলে আপনি মানুষ হতে পারেন না। অ্যাথনিসিটির ক্লাশে ড. আফতাব আমাদের যে ক'টা জার্নালের রেফারেন্স দিয়েছিলেন, তার কোনো একটাতে এ পড়েছিলাম।



স্মৃতি দূর্বল-ফরমালিন আর ক্যামিক্যালের খাবার শরীরটাও দূর্বল করেছে। তারপরে ভিতরে একটা মন আছে, যার মানবিক দিক মানুষকে মানুষ হিসাবে চেনে। তার জিজ্ঞাসা 'বন্দুকযুদ্ধে' জয়ীরা কি কোন পর্যায়ে পড়েন? তাদের রাষ্ট্রীয়ভাবে কি দিয়ে সম্মান জানানো দরকার। খালি পদক, নেতার বুক চাপড়ে দেয়া নাকি আরো উত্তম কিছু।



যেহারে দেশে তারা 'বন্দুকযুদ্ধ' চালিয়ে যাচ্ছেন, তাতে আমাদের মানবাধিকার কমিশনের প্রভূভক্ত প্রাণীটার প্রতি দয়া হচ্ছে। অবশ্য উনি একটা আস্ত বোদাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক কিচ্ছু করার মুরদ নাই। খালি ঘটনার বর্নণা শোনে আর কান্দে। চোখ মুইচ্ছা সান্ত্বনা দেয়। নিজ চক্ষে দেখেই বলছি। হুদাই আজাইরা একটা পোস্ট- গাড়ি-তেল পুড়ে আর দূষণ বাড়ায়। তারচেয়ে আইন পড়াইলেই ভালো করতো উনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.