নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনৈক মুন্ত্রির কতায় গণতন্ত্র নাকি কেলাব। আর সেই কেলাবের সদস্য পদ লইছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। পদ হারাইছে বুহদলীয় রাজনীতির সুযোগ উন্মুক্ত করা জিয়ার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিম্পি। এতেই খুবই মজা পাইছে মুন্ত্রি। বালা কতা।
কিন্তু আইজকা একটা ইংরাজি ফত্রিকায় একটা কাটুন ছাপছে, তাতে ফ্রমান কইরবার চেষ্টা অইছে খালেদা জিয়ারে জণগণ ধাক্কাইয়া সংসদের বাইরে পাঠায়া দিছে! ঘরহারা অইয়া উনি এখন পথে বইসা আছেন, তার পাশে আবার একটা চনাচুরঅলা।
চনাচুরঅলার ডালায় তেলও দেখা যাইতেছে। তাও বালা কতা। তয় কার্টুনিস্ট মনে অয় ফরমায়েশ পালন কইররা কাটুনটা বানাইছে। দেইখা আমার মনে লইছে। কারণ অত বড় ফত্রিকার কার্টনিস্টরে তো আর দলকানা কইতে ফারি না।
আম জনতার টেকায় সংসদে কি চর্চা হইতো আগে, সামনে কি হইবো হেইডাও আমরা জানি। ঢলাঢলি, একজন আরেকজকে পাকি কিংম্বা ইনডিয়ার লগে হোতায়। কার শারীর কালার কি, কার রূপ গোলাপী এ্ইসব ফালতু আলাপ অয়। মজা লয়।
এইটাও একটা কেলাব। তয় সেই কেলাবটা অইলো এডাল্ট কেলাব। এইখানে রসময়গুপ্তের অনেক ভক্ত সাধারণ নিব্বাচিত অইয়া আসেন, তারা রসময়ের বইয়ের ভাষায় কতা বলেন- নারী পুরুষ নির্বিশেষে।
এই সব কতা কওন খারাপ, আইসিটি নামক একটা অ্যাক্ট বানাইছে বাক স্বাধীনতা রক্ষক সাবেক সরকার , ওইটা আমি পইড়া দেহি নাই। কারণ অইলো দেখলেও যা না দেখলেও তা। ধরেন- আমাদের ধরণ লাগবো, তাইলে একটা ছুতা বাইর অইবো। মারন লাগবো, বন্দুকযুদ্ধ গল্প তো তৈয়ার আছে।
এইখানে প্রতীকী অর্থে আমার কতা কইলাম। আসলে এক্ষুণি আমার মরবার ইচ্ছা নাই। বাংলাদেশের রাজনীতিতে যে সার্কাস দেখার দুর্লভ সুযোগ অইছে হেইটা দেখনের দরকার আছে।নইলে মানব জন্ম বৃথা। তার উপর সরকারের মানবহত্যা মহাপাপ ফতুয়া দেয়া সম্বাদিকরা রাজনৈতিক প্রতিপক্ষ হত্যাকে মহা আনন্দময় ঘটনা বলে জানাচ্ছেন। তয় সব কিছুর ক্রেডিট কিন্তু মার্ক জুকার বার্গের। বেচারা একটা জিনিস বানাইছে রে বাই।নাম দিছে আবার ফেসবুক।
জ্ঞানতাপস আবদুর রাজ্জাক স্যারের কতাটা মনে অইতাছে। আমাগো ডিপর্টামেন্টের গুরু স্থানীয় একজন। বঙ্গবন্ধুকে বাহাত্তুরে স্যার কইছিলেন ' আপনে অপজিশনরে ১০০ সিট ছাইড়্যা দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইল্যা আইলাম।' আহমদ ছফার ভাষ্য, স্যার নাকি শেখ সাহেবকে বলেছিলেন- 'অপজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে! '
অপেক্ষায় রইলাম। শিরীন আফার সংসদ রসুন এরশাদরে দিয়া ক্যামনে চলে! হেইডা দেখনের অপেক্ষায় আছি।
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
মোরতাজা বলেছেন:
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
মারজ সোহাগ বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে যে সার্কাস দেখার দুর্লভ সুযোগ অইছে হেইটা দেখনের দরকার আছে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
মাজহারুল হুসাইন বলেছেন: plus +