নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনের আগুন-জীবন-যৌবন-অনন্তকাল
অতিথি পাখিরা ফিরে যাচ্ছে
নেমে যাচ্ছে হাওরের জল
ফুটছে নানান রঙ্গের ফুল
কই মাছ নেমে যাচ্ছে খল খল শব্দে
নৌকার ছইয়ে শুয়ে আকাশ দেখছে জলদাস
বইছে দখিণা বাতাস
বুনো ফুলের সুবাসে মোহিত রিছঙয়ের পথ
ঝর্ণাটা বইছে মৃদু-শব্দে
ফাগুন এসেছে
ফাগুন এসেছে পাহাড়ে-সমুদ্রে
তোমার আঙিনায়-মনের দুয়ারে
নগরে-গ্রামে, মেঠোপথ ছুঁয়ে জঙ্গলে
প্রেমানুভূতি
জীবন-যৌবন-অনন্তকাল ।।
ফাগুনের আগুন শুভেচ্ছা সবাইকে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
মুদ্দাকির বলেছেন: হাওরের জল বাড়ার কথা না??
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
মোরতাজা বলেছেন: বাড়বে... বর্ষার দিকে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: অতিথি পাখিরা ফিরে যাচ্ছে
নেমে যাচ্ছে হাওরের জল । দারুণ বলেছেন।