নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তিস্তা, ক্যাটরিনা... মাল এবং আসল মাল!

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০১

মমতার বুক শুকায়া আছে, তাই তিনি তিস্তার জল চুইষা নিতাছেন। তিস্তা তিস্তা কইরা কত জনরে দেখলাম হেইলা দুইলা কলকাতা, দিল্লি ঢাক্কা করলো, কিন্তু জল আইলো না।



আমাগো দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য হারাম ইলেকশন, বিম্পির পেছন দিকটা মারা, হঠাৎ কইরা মানুষ হাওয়া অন, বনি আদমের ফুলে ওঠা লাশ নিয়ে কুত্তার টানাটানি, মৃত্যু পরওয়ানা - সব বিষয়ে ইনডিয়ার মুখের কতা মাইনা লইছি, তবুও তিস্তার জল আর আইলো না।



সানি লিওনের টপলেস বডির কী যে ইন্দ্রজাল, আহারে, যদি একবার পাইতাম..., বলতে বলতে বাঙালি যে হারে হাত কচলায়, আরো কিছু কচলায়... সেটা কওন যাইতাছে না। বাথরুমে যায়, খবরের কাগজে তার বড় ছবি, অনলাইনে তারে নিয়া মউজ মাস্তি... আহারে চেতনা!



তিস্তারে মাইরা ফালাইছে ইনডিয়া। সেটার দিকে নজর নাই, থাকব ক্যামনে, নজর তো সবার স্টারপ্লাস, স্টার জলসার দিকে। ঐশ্বরিয়ার মাইয়ার ছব্বি দেখবার অপেক্ষা।



আলাপ আলোচনাও সেই রকম দেখছন, বাসে-ক্যাম্পাসে তরুণদের আলোচনা -'ক্যটারিনা রে ... যা একটা মাল মাম্মা। ' এই মাল দেখতে দেখতে আসল মালই গায়েব হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের তরুণদের কোনো চোখ নাই! আমগোরে যে এমনই এক আফিম খাওইয়েছে, ইনডিয়া।





পাকিস্তান, হিন্দুস্তান অইবার পর পাকিরা মারছে, তাগো বিরুদ্ধে লইড়া্ দেশ স্বাধীন অইছে। ভাগ্য ভালো বঙ্গবন্ধুর মত এক অসাধারণ নেতার স্পর্শ পাইছলো বাংলাদেশ। কিন্তু তাকে হত্যার পর ভারতের আধিপত্য বাড়ছে, পাকিস্তানও তলে তলে কাম করে। ওপেনে গোপনে।



দেশে তো ইনডিয়ান দালালে ভইরা গেছে। পানি না দিলে কি অইবো, তাগো পানি তো বিদেশ থেকে আসে, পেরি পেরি ...। আর আমগো দেশের গরিব মাইনষে চাপ কলে পানি পায় না।



নদীর অস্তিত্ব রাখার জন্য যেখানে ৪ হাজার কিউসেক পাওন দরকার। সেখানে আছে মাত্র ৪ থেকে ৫ শ কিউসেক। এর রকম পানি নালা নর্দমায়ও তাকে। ঢাকার শহরের নর্দমায় এর চেয়ে বেশি পানির প্রবাহ।



হে মোর দুর্ভাগা স্বদেশ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.