নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের একটা বড় অংশ বিত্ত বৈভব করেছেন

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬

ডাক্তাররা সবাই ভালো-সবাই খারাপ এ রকম পারসেপশন আমাদের নাই। PRIYO.com একজন বলেছেন ডাক্তারের কাছে যাবেন না। আরে বাপ রোগী না গেলেও তো ডাক্তাররা কি করবে?



রোগীদের তো বিকল্প আছে।



তবে এ বিতর্ক হুদা। সাইকেল নষ্ট হলে মেকারের কাছে মানুষ যাবেই। সে রকম শরীর খারাপ হলে মানুষ তো ডাক্তারের কাছেই যাবেন। তাই বলে ডাক্তারদের নিয়া কথা বলা যাবে না, এরকম ফ্যাসিবাদী মনোভাব একবারেই অগ্রহযোগ্য।



মনে রাখলে ভালো গরিব রোগীর রক্ত চোষা টাকায় ডাক্তারদের একটা বড় অংশ বিত্ত বৈভব করেছেন। বহুজাতিক কোম্পানির কমিশন তো আছেই। উদাহরণ দিয় আর লজ্জা দিতে চাই না। আপনারা আরো করেন.... কিন্তু মানুষকে অবজেকটিভ অ্রাঙ্গেলে দেখেন। তাহলে চলবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

হেডস্যার বলেছেন:
কথায় না পারলে তাদের জবাব একটাই, "অসুখ হইলে ডাক্তারের কাছে যাইয়েন না"

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭

মোরতাজা বলেছেন: হুমমম!

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০০

রুদ্রাক্ষী বলেছেন: আমার পোস্ট টা পড়ে দেখতে পারেন।হ য়তো কিছু প্রশ্নের উত্তর পাবেন।ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭

মোরতাজা বলেছেন: শিওর

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

একজন ঘূণপোকা বলেছেন: হেডস্যার বলেছেন:
কথায় না পারলে তাদের জবাব একটাই, "অসুখ হইলে ডাক্তারের কাছে যাইয়েন না"

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

মোরতাজা বলেছেন: :(

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

রুদ্রাক্ষী বলেছেন: Click This Link মনে হয় পড়েন নি ।একটু পড়েন প্লীজ। আমদেরও কিছু বলার আছে। তাই জোর করছি আর কিছু না।প্লীজ।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

মোরতাজা বলেছেন: পড়লাম। ধন্যবাদ।

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:৪৬

তাহিন পাখি বলেছেন: ঠিক বলেছেন

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২১

মোরতাজা বলেছেন: কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি মাত্র!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.