নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ষী বাহিনী ক্যামন আছিলো আমরা জানি না। খালি হুনছি। এখন আইনি কাঠামোয় গুম-খুন-অপহরণ আর হয়রানি দেখছি। আতঙ্কে থাকি, তবুও স্বপ্ন দেখি।
আজ জ্বালানী উপদেষ্টা তৌফিক স্যার কইছেন, 'লোড শেডিং আল্লাহর এক ধরণের রহমত। কিছুটা লোডশেডিং না থাকলে অতীতকে আমরা ভুলে যাব। অতীতকে মনে রাখা ভালো।' (সূত্র: প্রিয় ডটকম)
ক'দিন পরে হয়ত শুনমু গুম-অপহরণ-খুন এটাও আল্লাহর রহমত! নইলে আমরা অতীত ভুইলা যামু।
আহা কী নিদারুণ ধর্মাশ্রয়ী সরকার আমাগো!
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
মোরতাজা বলেছেন: হুমমমম
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
বোধহীন স্বপ্ন বলেছেন: সবই আল্লাহ্ তাআলার রহমত।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
মোরতাজা বলেছেন: হুমমম
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪২
ভুয়া প্রেমিক বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ো
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭
মোরতাজা বলেছেন: হা হা হা, পেছনে যাইতে কয়. আফিনে কন আগে।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নিদারুন ভন্ডামী!!!!
কি নিদারুন প্রহসন!!!
ইউনিটে বাড়ল সাতটাকা! আবার অতীত মনে করানি... মনডা চায়
এইমাসে বিল আসছে গত মাসের তিনগুন!!!