নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

প্যাচাল থামান

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১





বাংলাদেশে গুম-খুন লইয়া ইইউ উদ্বেগ জানাইছে। আম্রিকান কি একটা মনবাধিকার সংস্থা আছে তারাও জানাইছিল।



এইসবে কি আম্লীগ সরকারের কিছু আসে যায়!



এই সব খবরে হুদাই পত্রিকার জায়গা নষ্ট, টিভির স্লট খরচ। আর টক শো'র আজাইরা প্যচালের খোরাক।



আম্লীগ, বাম আর স্বৈরাচাররা মিল্লা দ্যাশ যেমনে চালাইতাছে, তেমনিই চলবো।

কার বাপের কি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহাকেই বলে হাম্বা তন্ত্র!!!

গণতন্ত্রের ফেরিওয়ালাও ফেল ;) না মানে টিকফা হই গেছে.. এখন তন্ত্র মন্ত্র দিয়া কি দরকার!!!

যে জিতে তার সাতেই আম্রিকা... মিরর পাট্টি;)

জনগন ৪-৫০০ থেকে হাজারতো জীবন দিল!!! তাও খেলা ফাইনাল করতে পারলনা বিরোধী দল!!!! আর কত মরব/
তাই নীরবে ভোট প্রত্যাখান কইরা (অন্তত ঘরে ঢুইকা মারব না এই নিশ্চয়তায় ঘরেই বইসে ছিল- ভোট কেন্দ্র আসে নাই) ইস্কাপনের টেক্কা হাতে তুইলা দিল!!!
বিরোধিদল তাও সেই দান টেক্কা খেলল গোলামের পিঠে!!!!!!!!

এখন আর কি সাহেব বিবি নিয়া আরামসে স্বৈরাচার চলিতেছে মহা সমারোহে...
নারায়নগঞ্জ, শিতলক্ষা সহ সারা দেশে... হত্যা, গুম খুন..
আর আমাগো বনরাধিকার কমিশনের মিজাইন্যা চুপপপপপপপপ
চুপ চুপ চুপ অনামিকা চুপ গান শোনে আর চুপ থাকে!!!!!!
নো বিব্রতিবাজি!!!!

শাহবাগী চেতনা ২য় মুক্তিযোদ্ধারাতো নিজেরই খামছাখামছিতে ব্যস্ত!!

তাদের চেতনা কেবলই বাংলা ২য়পত্র কেন্দ্রিক!! তাই আগে নিজেগো পাছা সামলাইতেছে :P

রইল বাকী কে?
আম,জনতা অমবস্যায় পূর্নিমা দেখতেছে!!!!!!!!!!!!!!

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.