নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলগুলো এখন রক্ত! মৃত মানুষের মুখ!
কৃষ্ণচূড়া, রাধা চূড়ায় ভরে আছে নগর
তির্যক হাসি তার, কি কঠিন, রূঢ়
কার প্রতি এ উপহাস? কাকে তাচ্ছিল্য করছে মৃত মানুষের মুখ!
আগে ফুল দেখলে প্রেম জাগতো মনে!
জুড়িয়ে যেতো চোখ
এখন ভয়।আতঙ্ক।
মাথার পেছনে আঘাত করা মানুষ গুলো ডুবে যেতে থাকে
শীতলক্ষ্যার ঘোলা জলে।
সেই সাথে রাষ্ট্র!
মানবাধিকার ভেসে থাকে কথায়-
কমিশন চেয়ারম্যান ড.মিজান-
নিজের শরীর সামলাতে
প্যান্টের সাথে দড়ি টানা দিয়েছেন কাঁধে!
অনেক মানুষের মস্তক-
শরীর পঁচে গেছে-
ডোবায়, নালায়, ডাস্টবিনে,বাগাড়ে
লোবান জ্বলেনি তার জন্য
সুগন্ধি ছিটায়নি কেউ!
মার্কিন কাপড় পরার সুযোগ হয়নি।
হবার কথাও নয়।
বেঁচে থাকাটাই এখন একটা মিরাকল।
১২ ই মে, ২০১৪ রাত ১০:২০
মোরতাজা বলেছেন: আপনার এই শব্দটা অরুচিকর!
২| ১২ ই মে, ২০১৪ রাত ১০:১২
পংবাড়ী বলেছেন: মাফিয়াদের জন্য খালেদা কাঁদছে, আপনি খালেদার জন্য কাঁদছেন? ভেঁড়া ভেঁড়াকে চিনে।
১২ ই মে, ২০১৪ রাত ১০:২০
মোরতাজা বলেছেন: বোধ হয়, ভুল করছেন। আমি আমার জন্য কাঁদছি। আপনি আপনার ক্ষমতার জন্য !
৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩২
একজন ঘূণপোকা বলেছেন: পুত্তুম প্লাস মিয়া ভাই
১৩ ই মে, ২০১৪ রাত ১২:৪৩
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
ফেরদাউস আল আমিন বলেছেন: দেশের বর্তমান অবস্থা কলমে চিত্রায়ন,
অন্যরকমভাবে, স্বল্প পরিসরে, করেছেন বয়ান।
নিরপেক্ষ পর্যবেক্ষজের দৃষ্টি এড়ানো?
কঠিন না হলেও হয়েছে সেরকম সাজানো
১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫০
মোরতাজা বলেছেন:
৫| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৬
াহো বলেছেন: টাকার জন্য এই প্রথম আর্মি অফিসার খুনি হয়েছে ---আসিফ নজরুল
আগে টাকা ছাড়াই দুই প্রেসিডেন্টের হত্যা করেছে
------------------------------------------------------------------------------------------------------
বিচারবহির্ভূত হত্যা
এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল ২০০৫ ও ২০০৬ সালে বিএনপির আমলে। ২০০৫-এ ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন ‘ক্রসফায়ার’ নামে পরিচিত
Prothom Alo ফেব্রুয়ারি ১১, ২০১৪
১৩ ই মে, ২০১৪ রাত ১২:৪৫
মোরতাজা বলেছেন: আমি জানি এখানে রাজনীতির খেলা, আপনিও জানেন। কিন্তু মানুষের এমন জীবন পাত কি মেনে নেয়া যায়! সে যে আমলেই হোক। আমার অবস্থান গুম,খুন ও নিখোঁজের বিরুদ্ধে আগেও ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৪ রাত ১০:১০
পংবাড়ী বলেছেন: শাট-আপ