নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সুজাতা আফার ফিলিংসটা জানতে মুনচায়!

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩





কেমুন অস্তির লগতাছে। সুজাতা আফার ( ভারতের বিদেশ মন্ত্রকের সচিব) কোনো ভয়েস শুনতাছি না। বঙ্গদেশের ইতিহাসের 'অসাধারণ নিব্বাচনের' জইন্য তার ঢাকা অভিযান ও বক্তৃতা অনেকেরই মুনে আছে।



বিম্পির মত বৃহত রাজনৈতিক দলকে বাদ দিয়া, ভোট বাকস লুট কইরা, অর্ধেকের বেশি বিনা কনটেস্টে নিব্বাচিত অইয়া, যে একটা হারাম ইলেকশন হালাল করার ক্ষমতা দেখাইলো- সুজাতা আফা কিম্বা তার গুরুজনেরা- তাতে সেই কৃতজ্ঞ জাতি কট্টর মৌলবাদী মোদি বাবুর উত্থান বিষয়ে সুজাতা আফার পইয্যবেক্ষণ জানতে চায়।



কিন্তু কোমরে জোর নাই বইলা গলা ছাইড়া কইতে পাইরতেছ না।



আফসুসস!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১১

ক্লিকবাজ বলেছেন: এখন তাগোরে আর খুইজ্জা পাওয়া যাইবনা।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭

মোরতাজা বলেছেন: হ, ঠিক কইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.