নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমুন অস্তির লগতাছে। সুজাতা আফার ( ভারতের বিদেশ মন্ত্রকের সচিব) কোনো ভয়েস শুনতাছি না। বঙ্গদেশের ইতিহাসের 'অসাধারণ নিব্বাচনের' জইন্য তার ঢাকা অভিযান ও বক্তৃতা অনেকেরই মুনে আছে।
বিম্পির মত বৃহত রাজনৈতিক দলকে বাদ দিয়া, ভোট বাকস লুট কইরা, অর্ধেকের বেশি বিনা কনটেস্টে নিব্বাচিত অইয়া, যে একটা হারাম ইলেকশন হালাল করার ক্ষমতা দেখাইলো- সুজাতা আফা কিম্বা তার গুরুজনেরা- তাতে সেই কৃতজ্ঞ জাতি কট্টর মৌলবাদী মোদি বাবুর উত্থান বিষয়ে সুজাতা আফার পইয্যবেক্ষণ জানতে চায়।
কিন্তু কোমরে জোর নাই বইলা গলা ছাইড়া কইতে পাইরতেছ না।
আফসুসস!!
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭
মোরতাজা বলেছেন: হ, ঠিক কইছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১১
ক্লিকবাজ বলেছেন: এখন তাগোরে আর খুইজ্জা পাওয়া যাইবনা।