নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তাহলে বঙ্গদেশে ভারত সাম্রাজ্যের রাজদূত পঙ্কজ বাবু এবং তাদের ফতোয়ায় জায়েজ হওয়া সরকারের মুন্ত্রীদের কী হবে?

২৩ শে মে, ২০১৪ রাত ৯:২২



পুলিশের আইজি হাসান মাহমুদ আজকে সকালে একটা ডিভাইসের উদ্বোধন করেছেন। ট্রাফিক আইন না মাইনা যেসব গাড়ি হামেশা উল্টোপথে ছুটে তাদের ঠেকাইবার জইন্য রাস্তা জুড়ে আড়াআড়ি পেতে রাখা বিশেষ ধরনের প্রতিরোধ ডিভাইস। ইহার চোখা ডগা উল্টো পথে আসা গাড়ির টায়ারে মুহূর্তেই ভেদ কইরা চাক্কা অকেজো কইরা দিবো।



নোট: তাহলে বঙ্গদেশে ভারত সাম্রাজ্যের রাজদূত পঙ্কজ বাবু এবং তাদের ফতোয়ায় জায়েজ হওয়া হওয়া সরকারর মুন্ত্রীদের কী হবে? তারা তো প্রতিদিনই এ কাজটি করছেন। স্পেশালি পঙ্কজ বাবু প্রতি সন্ধ্যায় উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে ছুটেন। এখন তার গাড়ির চাক্কা অচল করে মাহমুদ স্যার কী টিকতে পারবেন! মনে লয় না। এইডা মুনে অয় পাবলিকরে মফিজ বানায়া মুরগি মারার ধান্ধা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:৩৮

পংবাড়ী বলেছেন: মফিজ তো আপনি নিজেই।

২৩ শে মে, ২০১৪ রাত ৯:৫৭

মোরতাজা বলেছেন: জি জনাব, আপনি একটা মুসিবত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.