নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তারক্ষী,ক্যাডার ও গডফাদারদের সমন্বয়ে নতুন বাণিজ্য ধারণার দুই হিরোকে অভিনন্দন!

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬

গুম, খুন, অপহরণ দেশের কিছু মানুষের ক্রয় ক্ষমতা বাড়াইতাছে। কিছু মানুষকে উকিল পোষার ব্যবস্থা করতেছে। কিছু মানুষেরে পথে পথে ঘুরাইতাছে। কিছু মানুষেরে সরকারি দলের লোকদের দয়া দাক্ষিণ্য লইবার ব্যবস্থা করিয়াছে।



এই যে চক্রাকারে ঘোরাঘুরি চলিতেছে এটাও একটা শিল্প।



তবে এ শিল্পকলারও একজন পথিকৃৎ হিসাবে জয়নাল হাজারি 'কাগু' আর শামীম ওসমান 'বাপ'রে আমরা সামনের বিজয় দিবসে দেশের অর্থনিীততে নতুন একটি ধারণাকে শিল্প হিসাবে প্রতিষ্ঠার জন্য বিজয় দিবস সম্মাননা ২০১৪ দেওনের জন্য সরকারে কাছে আকুল আহবান জানাইতেছি।



আগে জানতাম পর্যটন লিকুইড মানির সঞ্চালন বাড়িয়ে বিভিন্ন প্রান্তিক মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়।



এ থিওরি ভিত্তিহীন প্রমাণ করে তারা দুইজন গুম, খুন, জখম এবং অপহরণের মাধ্যমে মানুষকে বিপদাপন্ন করে লিকুইড মানির ব্যাপক ভিত্তিক সঞ্চালনে নিরাপত্তারক্ষী,ক্যাডার ও গডফাদারদের সমন্বয়ে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিল্প সক্ষমতা প্রমাণ করেছেন, তার জন্য অভিনন্দন প্রিয় 'কাগু' এবং 'বাপ'।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:০০

ইউসুফ জাহিদ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:০২

মোরতাজা বলেছেন: হ, ঠিকই কইছেন। মন্তব্য কইরা আবার বাণিজ্যের প্রডাক্ট হওনের চাইতে চুপ থাকন নিরা আপদ! লোল

২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:১৭

পংবাড়ী বলেছেন: ৪০% মানুষ অপরাধ করে বাংলাদেশে; শেখ হাসিনার এ ধরণের জনতাকে চালানোর মত বিচক্ষণ নন।

২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোরতাজা বলেছেন: আপনি শেখ হাসিনাকে টেনে আনছেন, ক্যান। আপনার রুচি সুবিধার না। আমসার ব্লগে আপনাকে না!

৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:২২

সাইবার অভিযত্রী বলেছেন: জয়নাল হাজারি 'কাগু' আর শামীম ওসমান 'বাপ'রে আমরা সামনের বিজয় দিবসে দেশের অর্থনিীততে নতুন একটি ধারণাকে শিল্প হিসাবে প্রতিষ্ঠার জন্য বিজয় দিবস সম্মাননা ২০১৪ দেওনের জন্য সরকারে কাছে আকুল আহবান জানাইতেছি।

২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.