নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গদেশের সার্বভৌমত্ব আর সীমান্ত নিরাপত্তার সুরতহাল রিপোর্ট

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সার্বভৌমত্বের প্রতীকরা ব্রিজ, কালভার্ট, ওভার পাস, আন্ডার পাস, শপিং মল, আইসক্রিম বানায়। আর সীমান্তরক্ষী মিজানরা বর্মার ষন্ডাদের গুলি খাইয়া মইরা পঁইছা ফুইলা ওঠে। সরকারের মুন্ত্রি বলে- ভুল বোঝাবুঝি! এই ভুল শোধরাইবার সময় তাগো্ ছিল না। তার লাইগা মিজানরে জীবন দিতে অইছে।



এইটা হইলো বঙ্গদেশের সার্বভৌমত্ব আর সীমান্ত নিরাপত্তার সুরতহাল রিপোর্ট।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

এইচ. ইমরান বলেছেন: আমাদের দেশের মানুষের মূল্য এখন অন্যান্য দেশের পশুর থেকেও কমে গেছে X(

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মোরতাজা বলেছেন: :(

২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পঁচে, ফুলে ভারী হয়ে যাওয়া এ লাশ নয়- এ আমাদের নতজানু রাজনীতির লাশ! এ পঁচে যাওয়া লাশ বিজিবির নয়- এ পঁচে যাওয়া কথিত চেতনার!!!

৪ দিন ধরে একজন জওয়ান গায়েব- আর আমাদের কথিত ডিজ সাব এসি রুমে বসে সাহিত্যিক বর্ণনা যেন- রক্তের দাগ চলে গেছে মায়ানমার সীমান্তে...

আর ৪ দিন পর দেশরক্ষার অকুোতোভয় সৈনিককে যখন মৃত ফেরত পাওয়া গেল তখন তাদের সর্বোচ্চ হুমকি... জওয়াব চাওয়া হবে!!!!!!!!!!!!!!!!!!!

"সকালে দুছড়ি খালপাড়ে গিয়ে দেখা যায়, নিহত মিজানুরের পরনে এখনও বিজিবির পোশাক, পায়ে জুতা। লাশ ফুলে বিকৃত হয়ে গেছে। দুর্গন্ধ এড়াতে লাশের শরীরে বারবার ঢালা হচ্ছে কেরোসিন।"

হায় বীর! আমাদের ক্ষমা করো। তোমার মৃতদেহে আতর-লোবান দিতে পারেনি রাষ্ট্র! দিয়েছে কেরোসিন! একটি হেলিকপ্টার জোগার করতে পারেনি- এনেছে বিকল্প বাঁশের খাটিয়ায়...

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মোরতাজা বলেছেন: :(

৩| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর করে অল্প কথায় জায়গামত হাত দিয়েছেন

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:০৯

মোরতাজা বলেছেন: ভাই, দোয়া চাই!

৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৪

হেডস্যার বলেছেন:
একেবারে যায়গামত....+++

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:০৯

মোরতাজা বলেছেন: ধন্যবাদ স্যার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.