নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ছায়ার পেছনে মিথ্যে ছুটোছুটি

০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪

ছায়ার পেছনে মিথ্যে ছুটোছুটি



জানি সব কিছু আমার-

ভালো লাগে না তোমার

লাগবে এমন কথাও নেই।

তবুও ভালোলাগার আবরণে ঢেকে রাখো-সব।

অন্যরকম অভিনয়। মুখোশ তোমার।।



সব ছুঁড়ে বলে ফেলো-

ভালো নেই, ছিলাম না কখনোই।

কেবল নিজের সঙ্গে লড়েছি।

জীবন হয়ে আছে বর্ষ ঘুরে আসা বাজেটের মত

কেবলই আশা, ছায়ার পেছনে মিথ্যে ছুটোছুটি।।



না, তা বলবে না

ঠোঁটের কোনে রাজনৈতিক হাসি

'নেতা-নেত্রী'র সামনে নত মাথার মত তুমিও

চুপসে থাকো

জানো এভাবে জীবন চলে না।।



'ভালো লাগে।' 'ভালো লাগে না।'

'থাকতে চাই।' 'থাকতে চাই না।'

কথাগুলো এভাবেই বলো।

তবেই-

ভালো থাকবে-ভালো রাখবে তুমি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.