নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমান্তে এক বঙ্গসন্তানকে বিএসএফ গুলি কইরা হত্যা করছে ৮ জুন। এর আগে ২৮ মে মায়ানমার আমাগো আরেক জওয়ানরে মাইরা ফালাইছে। এই সব লইয়া কোনো শোক প্রস্তাব অইলো না সংসদে।
সংসদে এখন বিরিজ, কালভার্ট, অস্ত্র মজুতদারদের বরাদ্দ , প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিখ্ষিত জনশক্তি উৎপাদনের কৌশল খাতে আরো কিছু টাকা দেওনের লাইগা আবদাার আর টিআর-কাবিখা লইয়া আলাপ চইলতেছে।
'রাবিশ' দাদার 'খাবিস' বাজেট লইয়া এই বাৎ চিৎ- এ জাতির কিছু আসে যায়! যাইতে পারে। যে দেশে ফকিররাও ভ্যাট দ্যায় (পরোক্ষ কর) এবং সেই ট্যাকায় মুন্ত্রির গাড়ির চাক্কা ঘোরে।
কিন্তু এই যে বঙ্গসন্তান হত্যা হলো তা লইয়া দুই চাইরখান কতা সংসদে কইলে কি 'মাল' আউট অইয়া যাইতো!
আফসুস।
আর আমরা আম পাব্লিকরা মিল্লা এখন বিল্ডিংয়ের ছাদে ছাদে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়াইতেছি। এই পতাকা ওড়ানোর ছেস্টা করতে গিয়া আবার কয়েকজন 'শহীদ' হয়েছেন।
তাদের জইন্য কি ব্রাজিলের বিশ্বকাপে শোক প্রস্তাব অইবো!
জানতে মুনচায়।
১০ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭
মোরতাজা বলেছেন: হুমমম
২| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫২
একজন ঘূণপোকা বলেছেন:
বাল আইব।
মেরাডোনা বাংলাদেশের নাম শুনে বলছিলো, বাংলাদেশ কোথায়?? বোঝেন ঠ্যালা।
খেলা ভালো লাগে ভালো কথা, এইজন্য এমন মাতলামি করতে হবে।
আবার আয়াজ নামে আরেক পোলা দুই সমর্থক দলের কোন্দলে মারা গেছে।
জীবনের কেমন সব অপচয়
১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:২২
দিপ্২৪ বলেছেন: ঠিক কইছেন ভাই । আমার মনডায় ও জানতে চায়