নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাস রঙা মেঘ, ঘাস রঙা সাপ
বৃষ্টি, আহা বৃষ্টি
কেবলই নিয়ে আসে পুরনো দিন-
স্মৃতি হয়ে থাকা সময়।।
কৈ মাছ উঠে আসে উঠোনে
ধান ক্ষেতে নেমে যাচ্ছে হাঁস
উঠে আসছে ব্যাঙ
সাপের দ্রুত চলে যাওয়া দেখতে দেখতে
এখন
নগরে বৃষ্টি-
ছাদের কোন বেয়ে নেমে যাচ্ছে
ভিজিয়ে যাচ্ছে পথ শিশুর কপাল।।
হাস রঙা মেঘ, ঘাস রঙা সাপ
আর তোমার হাসি
টিনের চালে বৃষ্টির টুপ টাপ শব্দ
এভাবেই মোহিত
সকাল দুপুর সন্ধ্যা বিকাল।।
কাদা মাটি মেখে মেখে ছুটি
নগরে কাদা দেখলে নাক উঁচু করি
আহা একি রূপ মরি!!
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১
হাসান মাহবুব বলেছেন: +
১১ ই জুন, ২০১৪ রাত ৮:১৬
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৩
আহমাদ ইবনে আরিফ বলেছেন: সাবলীল! সুন্দর!