নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব ই বরাতের রাইতে গেলাম চকে। খাদ্য-বিলাসিদের ভিড় সকাল থেকেই ছিল। রাইতেও এমুন ভিড় অইবো ভাবনার বাইরে। দুই পুলারে লইয়া গেলাম চকের শব ই বরাতের রাইত দেখাইবার জইন্য। আলাউদ্দিনের মিষ্টির দোকানে ভিড়ের চোটে ঢোকায় দায়। রাইত তখন সাড়ে ১০ টা। ১৫ মিনিট অপেক্ষার পর কিছু ছানা আর একখান রুটি পাওয়া গেলো-
চক বাজারে আলাউদ্দিনের মিষ্টির দোকান, আনন্দ বেকারি সামনে দিয়া হাঁটা চলা কইরা, কিছুক্ষণ থাইকা ফেরৎ আইলাম।দেইখলাম রসানা বিলাসের সাথে এইবারের শব ই বরাতের রাইতে আরেকটা জিনিস বিক্রি হচ্ছে প্রচুর- তাহা হইলো ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, জার্সির আরো কত কত কিছু।
নতুন ঢাকা তখন- সুনসান নীরব।
পুরনো ঢাকায় নামাজ ও খাবারের ঐতিহ্য দুইটাই আছে। মসজিদ সরগরম, খাবার দোকানও।
নতুন ঢাকার লালমাটিয়ার সেভেন রেস্তরায় আটটা বাজার আগেই ওয়েটার আইসা কইলো আপ্নেরা কখন যাবেন? আমরা নামাজে যামু। রাইত তখন আটটা!
©somewhere in net ltd.