নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মুখের দিকে তাকালে মনে হয়
আমি আছি, বেঁচে আছি আনন্দ-আলোয়
প্রিয় পুত্র, প্রিয়তম
ঘোলা জলে-ধানের ক্ষেতে
হাঁসের পালের পেছনে ছোটা হয় না তোমার
বড়শি নিয়ে বসে থাকা হয় না
জল টল টলে পুকুর পাড়ে
ঝুম বৃষ্টির দুপুরে তুমি
সরষের তেলে চাল-বাদম ভাজা মেখে
খেতে খেতে -
হাঁচি তোলোর সুযোগও পাওনি
এই নগরে প্রতিদিন, স্কুল-বাসা
এভাবেই কাটছে তোমার সময়
জানি, নিশ্চিতভাবেই
আমার অপেক্ষায় তুমি-তোমরা
যেমন জেগে থাকো প্রতিরাতে
সে রকম আমিও
আর একটু সময় হলে
আমরা ছুটে যাবো
হাওরে, সুন্দরবনের জঙ্গলে
সাপুড়ে পাড়ায় ভর দুপুরে বিষাক্ত সাপ দেখতে
সাগর পাড়ে কিম্বা পাহাড়ের চূড়ায়-
তিন্দু কিম্বা চিংড়ি ঝরণায়
©somewhere in net ltd.