নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর অবস্থান দেখতে চাই

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫১

শাহেদ চৌধুরী- আমাদের শাহেদ ভাই। এক দশকেরো বেশি সময় ধরে তাকে চিনি-জানি। ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে পুলিশি অভিযানের পর ক্যাম্পাসে ছাত্র আন্দোলন কভার করতে আসতেন প্রায়দিন। সে সময় যুগান্তরে কাজ করতেন।



আমি সে সময় মানবজমিনের বিশ্ববিদ্যালয় রিপোর্টার। অল্প ক'দিনেই আপন হয়ে উঠি তার, প্রায় প্রতি দুপুর কিম্বা সকালে এক সাথে আড্ডা হতো। রোকেয়া হলের সামনের যাত্রি ছাউনির কাছে বসে থাকতাম।



সে সময় ওই এলাকাকে ছাত্র আন্দোলকারীরা 'মুক্তাঞ্চল' ঘোষণা করেছিল। সেখানেই পালিত হতো বিভিন্ন কর্মসূচী; পাশাপাশি শহীদ মিনারে।



সেই যে শুরু এখনো এ নগরে আমার মাথার ওপরে তার আশ্রয় হিসাবে যারা আছে তার অন্যতম শাহেদ ভাই।



তিনি আমার সাথে আছেন এটুকু মনে করে আমি খুব নিরাপদ বোধ করি, কিন্তু তার মত মানুষ যখন অপহরণ চেষ্টার শিকার- তখন আমি খুব অসহায় বোধ করি।



এ নগর রাষ্ট্রে মানুষের অনেক রকমের বিকার আছে, জানি। কিন্তু এমন বিকার কেবল কষ্ট দেয়া না, আমাদের প্রতিদিনকার নিরাপত্তাহীরনতাকে আরো বেশি মনে করিয়ে দেয়।



একজন নির্মোহ সাংবাদিক শাহেদ ভাইকে অপহরন যারাই করতে চান না , কেন; তাদের আইনের আওতায় আনতে হবে।এটা কেবল কথায় নয়; কাজে।



আম জনতার জীবনকে নিরাপদ করতে হবে।

সরকার যদি সত্যিই আন্তরিক হয়, তাহলে অপরাধীদের খুঁজে বের করার কোনো কষ্টের কিছু না।

আমরা গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর অবস্থান দেখতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

মদন বলেছেন: জনগনের নির্বাচিত সরকার হলে জনগনের কথা ভাবে।বিনা ভোটে নির্বাচিত সরকার কেনো জনগনের কথা ভাববে?

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

মোরতাজা বলেছেন: হুমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.